
প্রিন্ট: ০৯ জুলাই ২০২৫, ১২:৫৪ এএম
সপ্তম জাতীয় সার্ফিং প্রতিযোগিতা বাতিল

কক্সবাজার প্রতিবেদক :
প্রকাশ: ৩০ মে ২০২৫, ০৫:১২ পিএম

ছবি - যুগের চিন্তা
বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল রয়েছে। যার কারণে শুক্রবার (৩০ মে) কক্সবাজার সমুদ্র সৈকতের ৭ম জাতীয় সার্ফিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবার কথা থাকলেও তা বাতিল করা হয়েছে।
শুক্রবার (৩০ মে) বিকেল সাড়ে ৩টা বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ সার্ফিং এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন চৌধুরী।
তিনি বলেন, বৈরী আবহাওয়ার কারণে অনেক চেষ্টা করেছি জাতীয় সার্ফিং প্রতিযোগিতা করার জন্য। কিন্তু কোনোভাবে সম্ভব হয়ে উঠেনি। এদিকে ভারী বর্ষণ অন্যদিকে সাগরের বড় বড় ঢেউ। এটা সার্ফিংয়ের জন্য উপযুক্ত নয়, তাই শুক্রবার ৭ম জাতীয় সার্ফিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে না। আশা করি, রাতের মধ্যে একটা সিদ্ধান্ত নিতে পারব। যদি বাতাস না থাকে তাহলে রাতের মধ্যে প্যান্ডেলের কাজ শুরু কবর। আর শনিবার আনুষ্ঠানিকভাবে ৭ম জাতীয় সার্ফিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সার্ফিং এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন চৌধুরী আরও বলেন, বাংলাদেশ সার্ফিং এসোসিয়েশনের উদ্যোগে ৭ম জাতীয় সার্ফিং প্রতিযোগিতা কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টে অনুষ্ঠিত হবে। এতে নারী ও পুরুষ বিভাগে প্রায় ১৫০ জন সার্ফার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। প্রতিযোগিতায় বিগত বছরের মতো এবারও ১ম-৩য় স্থান অর্জনকারী সার্ফারদের আর্থিক পুরস্কার দেয়া হবে। জাতীয় সার্ফিং প্রতিযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ম্যানেজিং ডিরেক্টর মাহবুব মোর্শেদ।
এবারের জাতীয় সার্ফিং প্রতিযোগিতায় বিদেশীদের জন্য একটি ইভেন্ট রাখা হয়েছে।