
প্রিন্ট: ৩১ জুলাই ২০২৫, ০৩:৪৮ পিএম
বাংলাদেশ দলের সঙ্গে লাহোরে যোগ দিলেন শন টেইট ও মুশতাক আহমেদ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৬ মে ২০২৫, ১১:৪৮ পিএম

ছবি : সংগৃহীত
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন পেস বোলিং কোচ শন টেইট প্রথমবারের মতো সোমবার (২৬ মে) দলের সঙ্গে সরাসরি অনুশীলনে অংশ নিয়েছেন। লাহোরে অনুষ্ঠিত এই অনুশীলন সেশনে টেইট উপস্থিত ছিলেন এবং খেলোয়াড়দের নিয়ে কাজ শুরু করেন।
একই সঙ্গে স্পিন বোলিং কোচ হিসেবে যুক্ত হয়েছেন পাকিস্তানি সাবেক ক্রিকেটার মুশতাক আহমেদ। তিনি সরাসরি পাকিস্তান থেকেই বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেন। নিজ দেশের মাঠ এবং কন্ডিশনের সঙ্গে ভালোভাবে পরিচিত থাকায়, এই সিরিজে মুশতাকের অভিজ্ঞতা দলের জন্য বাড়তি সুবিধা হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে।
অন্যদিকে পাকিস্তান ক্রিকেট দলের কোচিং স্টাফেও এসেছে পরিবর্তন। আজ থেকে পাকিস্তান দলের প্রধান কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিচ্ছেন সাবেক নিউজিল্যান্ড কোচ মাইক হেসন। আসন্ন বাংলাদেশ সিরিজকে সামনে রেখে তার নতুন কোচিং অধ্যায় শুরু হচ্ছে।
পাকিস্তানের কোচিং স্টাফ হিসেবে হেসনের অধীনে থাকবেন হানিফ মালিক (ব্যাটিং কোচ), অ্যাশলি নফকে (বোলিং কোচ) এবং মোহাম্মদ মাসরুর (ফিল্ডিং কোচ)। হানিফ মালিক দেশটির ঘরোয়া ক্রিকেটে একজন পরিচিত মুখ, আর অস্ট্রেলিয়ান অ্যাশলি নফকে বিদেশি কোচ হিসেবে প্যানেলে দ্বিতীয় আন্তর্জাতিক সদস্য।
পাশাপাশি ইমরান উল্লাহকে স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ এবং তালহা ইজাজকে পারফরম্যান্স অ্যানালিস্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দীর্ঘদিন পাকিস্তান দলের সঙ্গে যুক্ত থাকা নাভিদ আকরাম চিমা আবারও ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ আগামী ২৮ মে থেকে শুরু হবে। বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৩০ মে এবং ১ জুন। সব ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।
প্রসঙ্গত, প্রাথমিকভাবে পাঁচ ম্যাচের সিরিজ আয়োজনের পরিকল্পনা থাকলেও সাম্প্রতিক ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার কারণে সিরিজটি কমিয়ে তিন ম্যাচে নামিয়ে আনা হয়েছে। এই সিরিজ দিয়েই দুই দল আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে।