Logo
Logo
×

খেলা

তৃতীয় জাতীয় জুনিয়র ফেন্সিং প্রতিযোগিতায় ফাতেমার স্বর্ণ জয়

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২৫, ০৭:৫৯ পিএম

তৃতীয় জাতীয় জুনিয়র ফেন্সিং প্রতিযোগিতায় ফাতেমার স্বর্ণ জয়

ছবি : তৃতীয় জাতীয় জুনিয়র ফেন্সিং প্রতিযোগিতায় ফাতেমার স্বর্ণ জয়

বাংলাদেশ ফেন্সিং ফেডারেশন মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজন করে তৃতীয় জাতীয় ক্যাডেট এবং জুনিয়র ফেন্সিং প্রতিযোগিতা-২০২৫)। দুইদিন ব্যাপী এই প্রতিযোগিতায় সারা দেশ থেকে ১৮টি ক্লাব ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১২০ জন জুনিয়র ফেন্সার অংশ নেন।

এই প্রতিযোগিতায় ‘ক্যাডেট উইমেন্স ইপি’ বিভাগে বেঙ্গল স্পোর্টস একাডেমির হয়ে খেলে স্বর্ণ জিতেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির অ্যাডভাইজর (স্পোর্টস) এফএফ ইকবাল বিন আনোয়ার (ডন) এর একমাত্র মেয়ে ফাতেমা তুজ জোহরা। তিনি জান্নাতুল নাহার মাহিকে হারিয়ে স্বর্ণ জিতেন। এই বিভাগে ব্রোঞ্জ জিতেন রাইসা আহমেদ ও আফরিন আঞ্জুম।

পারিবারিকভাবেই ফাতেমা তুজ জোহরা সাংস্কৃতি ও স্পোর্টসের সাথে জড়িত। ফাতেমা খেলাধুলা ছাড়াও গান ও উপস্থাপনা করেন। এই স্বর্ণ জয়ে ফাতেমা তুজ জোহরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বাংলাদেশ জাতীয় ফেন্সিং ফেডারেশনের প্রশিক্ষক মোহাম্মদ রেজাউল করিম আসাদকে। তার তত্ত্বাবধানে প্রশিক্ষণ নিয়ে স্বর্ণ জিতেন ফাতেমা।

সব মিলিয়ে ৫টি স্বর্ণ, ৬টি রৌপ্য ও ৫টি ব্রোঞ্জ পদক জিতে এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় মিরপুর ফেন্সিং ক্লাব। ৪টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ৬টি ব্রোঞ্জ পদক জিতে রানার্স-আপ হয় বেঙ্গল স্পোর্টস একাডেমি। আর ১টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জ জিতে তৃতীয় হয় রয়েল ফেন্সিং ক্লাব।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন