
প্রিন্ট: ০৭ জুলাই ২০২৫, ১১:৪০ পিএম
ইউরোপের সোনার জুতা জিতে এমবাপের অনন্য রেকর্ড

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ মে ২০২৫, ০৩:৩৯ পিএম
-683436d6f0d0a.jpg)
ছবি : সংগৃহীত
২০২৪–২৫ মৌসুমের পর্দা নামতেই ইউরোপীয় ফুটবলে ব্যক্তিগত পারফরম্যান্সের সর্বোচ্চ পুরস্কার 'ইউরোপিয়ান গোল্ডেন বুট' এবার উঠল ফরাসি মহাতারকা কিলিয়ান এমবাপের হাতে।
রিয়াল মাদ্রিদের হয়ে অভিষেক মৌসুমেই লা লিগায় দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ৩১ গোল করে ইউরোপ সেরা গোলদাতার মুকুট নিজের করে নিলেন তিনি।
উয়েফার কো এফিসিয়েন্ট র্যাঙ্কিং অনুযায়ী, ইউরোপের শীর্ষ পাঁচ লিগের প্রতিটি গোলের জন্য বরাদ্দ থাকে ২ পয়েন্ট। সেই হিসেবে এমবাপের মোট পয়েন্ট দাঁড়ায় ৬২।
এমবাপের ঘাড়ে নিঃশ্বাস ফেলছিলেন আরও দুই দুর্দান্ত গোলস্কোরার স্পোর্তিং সিপির সুইডিশ স্ট্রাইকার ভিক্টর ইয়োকেরেস ও লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ। ইয়োকেরেস পর্তুগিজ লিগে ৩৯ গোল করে ৫৮.৫ পয়েন্ট অর্জন করেন। সালাহ প্রিমিয়ার লিগে ২৯ গোল করে ৫৮ পয়েন্ট পেলেও শেষ মুহূর্তে এমবাপেকে টপকে যেতে পারেননি।
আরএস/