Logo
Logo
×

খেলা

আইজি ব্যাজে ভূষিত ফুটবলার ও পুলিশ সদস্য ঈসা ফয়সাল

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ মে ২০২৫, ১১:৫৩ পিএম

আইজি ব্যাজে ভূষিত ফুটবলার ও পুলিশ সদস্য ঈসা ফয়সাল

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার ও পুলিশ কনস্টেবল মো. ঈসা ফয়সাল

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার ও পুলিশ কনস্টেবল মো. ঈসা ফয়সাল পেয়েছেন বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ সম্মাননার মধ্যে অন্যতম আইজি ব্যাজ। চলমান পুলিশ সপ্তাহ উপলক্ষে বৃহস্পতিবার (১ মে) রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম নিজ হাতে জাতীয় এই ফুটবলারকে ব্যাজ পরিয়ে দেন।

ঈসা শুধুমাত্র মাঠের প্রতিরক্ষায় নয়, পুলিশের সার্ভিসেও দেশের গর্ব—এমনটাই মনে করছে বাহিনী। এই সম্মানে ভীষণ গর্বিত ঈসা বলেন, “এই স্বীকৃতি আমার জন্য অনেক বড় পাওয়া। জাতীয় দলে খেলার মাধ্যমে আমি বাংলাদেশ পুলিশ এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পেরেছি। এই ব্যাজ সেই অবদানেরই স্বীকৃতি।”

পুলিশ সপ্তাহের আয়োজনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক আফিদা খন্দকার, ফুটবলার শাহেদা আক্তার রিপা এবং সহকারী কোচ মাহমুদা আক্তার। তাদেরকেও পুলিশ বাহিনীর পক্ষ থেকে সম্মানসূচক স্মারক প্রদান করা হয়।

২০১৮ সালে কনস্টেবল পদে যোগদান করেন ঈসা। এরপর থেকে বাংলাদেশ পুলিশ ফুটবল দলের হয়ে নিয়মিত খেলছেন তিনি। যদিও পুলিশের সদস্য, তবে ফুটবলই তার মূল কর্মক্ষেত্র। ঈসা জানান, “আমাদের পুলিশ দল প্রিমিয়ার লিগে খেলে, তাই বছরজুড়ে অনুশীলন আর ম্যাচ নিয়েই ব্যস্ত থাকি। জাতীয় নির্বাচন বা বিশেষ প্রয়োজনে অবশ্যই দায়িত্ব পালন করি।”

বর্তমানে পুলিশ ফুটবল দলে ১৫ জন কর্মকর্তা-কর্মচারী খেলছেন নিয়মিত। আরও ২০ জন ফুটবলার রয়েছেন যারা চুক্তিভিত্তিকভাবে দলে যুক্ত। ঈসা বলেন, “ফুটবলার এবং পুলিশ—দুই পরিচয়ই আমার অহংকার। আমি চাই, দু'ভাবেই দেশের সেবা করে যেতে।”

রংপুরে তৃণমূল পর্যায়ে ফুটবলে হাতেখড়ি নেওয়া ঈসা অল্প সময়েই ঢাকা ফুটবলে নিজের দক্ষতা প্রমাণ করেন। এখান থেকেই আসে বাংলাদেশ পুলিশের চাকরির সুযোগ। জাতীয় দল ছাড়াও বয়সভিত্তিক দলে নিয়মিত ছিলেন তিনি। এখন লক্ষ্য—পরবর্তী ধাপে এগিয়ে যাওয়া।

“পদোন্নতির জন্য আমি প্রস্তুতি নিচ্ছি,” বলেন ঈসা। “এএসআই হওয়ার জন্য পরীক্ষা দেব। আশা করি, সফল হব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।”

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন