Logo
Logo
×

খেলা

চলে গেলেন আর্জেন্টিনার কিংবদন্তি গোলরক্ষক গাত্তি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ০৬:৪৮ পিএম

চলে গেলেন আর্জেন্টিনার কিংবদন্তি গোলরক্ষক গাত্তি

ছবি : সংগৃহীত

আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের কিংবদন্তি গোলরক্ষক হুগো ওরল্যান্ডো গাত্তি আর নেই। রোববার (২০ এপ্রিল) ৮০ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মার্কিন ম্যাগাজিন ব্যারন্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত দুই মাস ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন গাত্তি। কোমরের হাড় ভেঙে যাওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু পরবর্তীতে তার নিউমোনিয়া, কিডনি ও হৃদযন্ত্রে জটিলতা দেখা দেয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তার পরিবার তাকে লাইফ সাপোর্ট থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়।

গাত্তি তার ব্যতিক্রমী খেলার ধরণে জন্য ‘এল লোকো’ বা ‘পাগল’ নামে পরিচিত ছিলেন। তিনি আর্জেন্টিনার শীর্ষ ফুটবল লিগে সর্বোচ্চ ৭৬৫টি ম্যাচ খেলার রেকর্ডধারী। ১৯৬২ সাল থেকে ১৯৮৮ সাল পর্যন্ত দীর্ঘ ২৬ বছরের পেশাদার ক্যারিয়ারে তিনি ছিলেন এক অনন্য গোলরক্ষক।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন