
প্রিন্ট: ০৩ জুলাই ২০২৫, ০৯:০৯ পিএম
বিশ্বকাপের মূলপর্বে জায়গা বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ০৮:৩৯ পিএম

ছবি : সংগৃহীত
নারী বিশ্বকাপের বাছাইপর্বে নাটকীয় এক সমাপ্তি দেখা গেল। শেষ মুহূর্ত পর্যন্ত আশা ধরে রেখেছিল ওয়েস্ট ইন্ডিজ, কিন্তু শেষ বলে ছক্কা হাঁকালেও লাভ হয়নি।
ওয়েস্ট ইন্ডিজের সামনে সমীকরণ কঠিন ছিল। ১১তম ওভারের ৫ম বলে চার ও ৬ষ্ঠ বলে ছক্কা হলে মিলতো বিশ্বকাপের টিকিট। কিন্তু সরাসরি ছয় হাঁকানোর ফলে ম্যাচ জিতলেও তারা পিছিয়ে থাকে নেট রানরেটে।
এই ব্যাটিং ঝড়ে ১০ দশমিক ৫ ওভারে ১৬৭ রান তাড়া করলেও নেট রানরেটে এগিয়ে থাকে বাংলাদেশ। শেষ পর্যন্ত ০.৬৪ নেট রানরেট নিয়ে টাইগ্রেসরা জায়গা করে নেয় মূলপর্বে, যেখানে উইন্ডিজ নারীদের রানরেট ছিল ০.৬৩।
দিনের শুরুতে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটের পরাজয় সত্ত্বেও বাংলাদেশের বিশ্বকাপে যাওয়ার আশা শেষ হয়নি। থাইল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের লড়াই ও রানরেটের ব্যবধানই শেষ পর্যন্ত তাদের এগিয়ে দেয়।
থাইল্যান্ডের ব্যাটার নাত্তাখাম চাংথামের অনবদ্য ফিফটিই মূলত বাংলাদেশের স্বপ্ন বাঁচিয়ে রাখে। ৬৬ রানের ইনিংস খেলে দলকে ১৬৬ রানে পৌঁছে দেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের দুর্দান্ত বোলিংয়ে থাইল্যান্ড ৮৫ রানেই ৭ উইকেট হারালেও চাংথামের দৃঢ়তায় তারা প্রতিরোধ গড়ে।
শেষ দিকে থাই ব্যাটারদের কেউই দুই অঙ্কে যেতে না পারলেও বলের পর বল খেলে যাওয়ায় বাংলাদেশের বিশ্বকাপের মূলপর্বে জায়গা পাকা হয়।