
প্রিন্ট: ০৪ জুলাই ২০২৫, ০৬:৩৪ এএম
পাকিস্তানের কাছে হেরে বিশ্বকাপের স্বপ্নে বড় ধাক্কা বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ০৭:২৬ পিএম

ছবি : সংগৃহীত
লাহোরে শনিবার (১৯ এপ্রিল) পাকিস্তানের কাছে হেরে বিশ্বকাপের অপেক্ষা আরও দীর্ঘ হলো লাল-সবুজের প্রতিনিধিদের। আগে ব্যাট করে বাংলাদেশ নারী দল ১৭৮ রান সংগ্রহ করে। ১৭৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান ১০ ওভার ২ বল হাতে রেখেই ৭ উইকেটে জয় নিশ্চিত করে।
বাংলাদেশের জন্য এই ম্যাচটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে পাকিস্তানের কাছে হারের কারণে তাদের রানরেট ১.০৩৩ থেকে ০.৬৩৯-এ নেমে আসে। এই অবস্থায় বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন পূরণ হবে কি না, তার উত্তর নির্ভর করছে উইন্ডিজ বনাম থাইল্যান্ড ম্যাচের ফলাফলের উপর।
পাকিস্তানের ইনিংসে মুনিবা আলী এবং আলিয়া রিয়াজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মুনিবা ৬৯ রান করেন এবং অপরাজিত ফিফটিতে নাটালিয়াকে সঙ্গে নিয়ে বাকি পথ পাড়ি দেন আলিয়া। এর আগে বাংলাদেশ বোলিংয়ে মারুফা ও রাবেয়ার উইকেট শিকার কিছুটা আশার আলো দেখালেও তা যথেষ্ট ছিল না।
বাংলাদেশ ব্যাটিংয়ে ওপেনার ফারজানা হক এবং দিলারার ব্যর্থতা শুরুতেই দলকে চাপে ফেলে। তবে ফাহিমা খাতুনের অপরাজিত ৪৪ রানের ইনিংস দলকে ১৭৮ রানে পৌঁছাতে সাহায্য করে। তবুও, এই স্কোর যথেষ্ট প্রমাণিত হয়নি পাকিস্তানের বিপক্ষে।
উইন্ডিজ বনাম থাইল্যান্ড ম্যাচের দিকে তাকিয়ে আছে বাংলাদেশ। সেই ম্যাচই নির্ধারণ করবে তাদের বিশ্বকাপে খেলার ভাগ্য।