
প্রিন্ট: ০৭ জুলাই ২০২৫, ১১:২৭ পিএম
মাত্র ৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ০৯:৩২ পিএম

ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ, প্রতিপক্ষ জিম্বাবুয়ে। শুরু হচ্ছে দুই ম্যাচের টেস্ট সিরিজ, যার প্রথমটি গড়াবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এই ম্যাচকে ঘিরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা করেছে টিকিটের মূল্য—যেখানে সর্বনিম্ন টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ৫০ টাকা, আর সর্বোচ্চ ৫০০ টাকা। সাতটি ক্যাটাগরির মধ্যে দর্শকরা নিজেদের সুবিধামতো টিকিট কিনতে পারবেন।
আগামী ২০ এপ্রিল সিরিজের প্রথম টেস্ট ম্যাচ মাঠে গড়াবে। এর টিকিট পাওয়া যাবে শুক্রবার সকাল ১০টা থেকে, সিলেটের মধুমতি ব্যাংকের আম্বরখানা শাখায়। এছাড়াও শনিবার সকাল ১০টা থেকে সিলেট স্টেডিয়ামের কাউন্টারেও পাওয়া যাবে টিকিট।
এরই মধ্যে জিম্বাবুয়ে দল বাংলাদেশে পা রেখেছে ১৫ এপ্রিল। একদিন পরেই তারা সিলেটে চলে যায় ম্যাচের প্রস্তুতির জন্য। অন্যদিকে, টাইগাররা ১৩ এপ্রিল থেকেই সিলেটে প্রস্তুতি ক্যাম্প শুরু করেছে। প্রথম দিন ৮ জন ক্রিকেটার নিয়ে শুরু হলেও পরদিনই কোচিং স্টাফসহ পূর্ণ স্কোয়াড অনুশীলনে যোগ দেন।
উল্লেখযোগ্য বিষয় হলো, বাংলাদেশ ও জিম্বাবুয়ে এর আগে ১৮টি টেস্টে মুখোমুখি হয়েছে। যার মধ্যে বাংলাদেশ জয় পেয়েছে ৮টি ম্যাচে এবং জিম্বাবুয়ে ৭টিতে। সর্বশেষ ২০২১ সালে হারারেতে জিম্বাবুয়েকে ২২০ রানে হারিয়েছিল টাইগাররা। রোডেশিয়ানরা বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টেস্ট জিতেছিল ২০১৮ সালে।
প্রথম টেস্ট শেষে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ হবে ২৮ এপ্রিল চট্টগ্রামে, শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে (সাবেক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম)।