
প্রিন্ট: ০৪ জুলাই ২০২৫, ০১:১৬ পিএম
কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন নেইমার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১২:০৪ পিএম
-680099f511b78.jpg)
ছবি : সংগৃহীত
ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার সান্তোসের জার্সিতে নিজের ১০০তম ম্যাচ খেলতে নেমেছিলেন। অ্যাথলেটিকো মিনেইরোর বিপক্ষে এই ম্যাচটিকে ঘিরে ছিল বিশেষ প্রত্যাশা। দর্শকদের সবার আশা ছিল, শততম ম্যাচে হয়তো পুরোনো নেইমারকে দেখা যাবে। কিন্তু সব স্বপ্ন নিমিষেই ভেঙে নেইমারের।
ম্যাচের ৩৩তম মিনিটে হঠাৎ করেই বাঁ পায়ে অস্বস্তি অনুভব করেন নেইমার। সান্তোস মেডিকেল টিম মাঠে ছুটে আসে। উঠে দাঁড়ানোর চেষ্টা করলেও পারেননি। শেষ পর্যন্ত কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন ব্রাজিলিয়ান সুপারস্টার।
সম্প্রতি ডান উরুতে এডেমা কাটিয়ে ফিরেছিলেন নেইমার। সান্তোস ক্লাব জানিয়েছে, পরবর্তী কয়েক ঘণ্টার মধ্যে নেইমারের চোটের অবস্থা এবং মাঠে ফেরার সময় জানানো হবে।
এদিকে সান্তোস ক্লাব এখন কোচহীন। খারাপ ফলাফলের কারণে সদ্য বরখাস্ত হয়েছেন কোচ পেদ্রো কাইশিনহা। এদিকে নেইমারের এই নতুন ইনজুরি শুধু সান্তোস নয়, পুরো ব্রাজিলিয়ান ফুটবলকেই হতাশ করেছে।
আরএস/