Logo
Logo
×

খেলা

রোনালদোর জোড়া গোলে আল নাসরের অবিশ্বাস্য জয়

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১০:২৪ এএম

রোনালদোর জোড়া গোলে আল নাসরের অবিশ্বাস্য জয়

ছবি : সংগৃহীত

একের পর এক  গোল করে চলেছেন পর্তুগিজ যুবরাজ  ক্রিশ্চিয়ানো রোনালদো। যখনই গোলের দরকার, তখনই তিনি আবির্ভূত হন স্বমহিমায়। সৌদি প্রো লিগে রোনালদোর জাদুতে আল নাসর পেল অবিশ্বাস্য এক জয়।  তার নৈপুণ্যে সৌদি প্রো লিগে আল রিয়াদকে ২-১ গোলে হারিয়েছে আল নাসর।

এ নিয়ে টানা দুই ম্যাচে জোড়া গোল করলেন ৪০ বছর বয়সী রোনালদো। আগের ম্যাচে আল হিলালের মাঠে তার দুই গোলে ৩-১ ব্যবধানে জিতেছিল আল নাসর।

শনিবারের ম্যাচে প্রথমার্ধের যোগ করা সময়ে ফায়েজ সেলেমানির গোলে পিছিয়ে পড়ে আল নাসর। তবে দ্বিতীয়ার্ধে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে স্বাগতিকরা।

ম্যাচে আল নাসরের দুটি গোলেই বড় ভূমিকা রাখেন সাদিও মানে। ৫৬তম মিনিটে সেনেগাল তারকার বাড়ানো পাসে সহজ ফিনিশ করেন রোনালদো। এর আট মিনিট পর বাইলাইন থেকে মানের পাস প্রতিপক্ষ ডিফেন্ডার ক্লিয়ার করতে ব্যর্থ হলে বল চলে যায় রোনালদোর পায়ে। আর সেখান থেকে বুলেট গতির ভলিতে লক্ষ্যভেদ করেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

এই জোড়া গোলের মাধ্যমে রোনালদোর সৌদি প্রো লিগে গোল সংখ্যা দাঁড়াল ৭২টিতে। একই সঙ্গে তার পেশাদার ক্যারিয়ারে গোল হলো ৯৩৩টি, যা তাকে আরও এক ধাপ এগিয়ে দিল হাজার গোলের স্বপ্নপূরণের পথে।

এই জয়ে ২৭ ম্যাচ শেষে ৫৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছে আল নাসর। এক পয়েন্ট বেশি নিয়ে দ্বিতীয় স্থানে আল হিলাল। শীর্ষে থাকা আল ইত্তিহাদের সংগ্রহ ৬৫ পয়েন্ট।


আরএস/ 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন