
প্রিন্ট: ০৮ জুলাই ২০২৫, ০৫:১৭ এএম
বকেয়া বেতন নিয়ে দ্বন্দ্বে এমবাপে-পিএসজি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ০৩:১৯ পিএম
-67f8de8e0d98e.jpg)
ছবি : সংগৃহীত
রিয়াল মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে দাবি করেছেন, তার সাবেক ক্লাব পিএসজি ৫৫ মিলিয়ন ইউরো বেতন এখনো পরিশোধ করেনি। বকেয়া বেতন পরিশোধ না করায় ক্লাবটির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন এমবাপ্পের আইনজীবীরা। দাবি অনুযায়ী, পিএসজির কয়েকটি ব্যাংক হিসাব ইতোমধ্যে ফ্রান্সে আদালতের আদেশে অবরুদ্ধ করা হয়েছে।
স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে, এমবাপের আইনি টিম বিষয়টি ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে প্রথম অভিযোগ আকারে তোলে।
এদিকে উয়েফার ক্লাব লাইসেন্স নীতিমালায় স্পষ্ট বলা রয়েছে,কোনো ক্লাব যদি খেলোয়াড়দের বকেয়া পরিশোধ না করে, তাহলে তাদের ইউরোপিয়ান টুর্নামেন্টে অংশ নিতে দেওয়া হবে না।
এদিকে উয়েফার একজন মুখপাত্র জানিয়েছেন, সংস্থা হিসেবে তারা সরাসরি এই বিষয়ে জড়িত না হলেও যদি ফরাসি কর্তৃপক্ষ নিশ্চিত করে যে বকেয়া রয়েছে, তাহলে নির্ধারিত সময়ের মধ্যে তা পরিশোধ না হলে পিএসজি ফিনান্সিয়াল ফেয়ার প্লে আইন লঙ্ঘনের ঝুঁকিতে পড়তে পারে।
আরএস/