
প্রিন্ট: ০৮ জুলাই ২০২৫, ১২:৪৩ পিএম
হলিউডের অ্যাকশন সিনেমায় ক্রিশ্চিয়ানো রোনালদো

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ১২:৪৬ পিএম
-67f8bad577321.jpg)
ছবি : সংগৃহীত
ফুটবল মাঠে একের পর এক রেকর্ড ভেঙে যাচ্ছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে এবার শুধু ফুটবল মাঠের মধ্যেই সীমাবদ্ধ থাকছেন না তিনি। নতুন এক জগতে পা রাখলেন পর্তুগিজ এই মহাতারকা। এরই মধ্যে ফ্যাশন, পারফিউম, ফিটনেস আর হোটেল ব্যবসায় রোনালদো নিজের ব্র্যান্ডকে ছড়িয়ে দিয়েছেন বিশ্বজুড়ে। গত বছর চালু করেছেন নিজস্ব ইউটিউব চ্যানেল। চালুর ঘণ্টাখানেকের মধ্যেই ইউটিউবের ইতিহাসে সর্বাধিক ভিউ আর অনুসারীর রেকর্ড ভেঙে ফেলেন রোনালদো।
এবার রোনালদো ঝড় তুলতে আসছেন হলিউডে। খ্যাতিমান পরিচালক ম্যাথিউ ভনের সঙ্গে যৌথভাবে তিনি প্রতিষ্ঠা করেছেন নতুন প্রোডাকশন হাউস ইউআরমার্ভ। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্টে আনুষ্ঠানিকভাবে এই উদ্যোগের ঘোষণা দিয়েছেন রোনালদো। এই প্রোডাকশন হাউস থেকে তৈরি হবে অ্যাকশন মুভি।
সামাজিক মাধ্যমে দেয়া এক বিবৃতিতে রোনালদো নিজেই এই নতুন উদ্যোগের কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘এটি আমার জন্য এক রোমাঞ্চকর অধ্যায়, কারণ আমি ব্যবসায় নতুন ভেঞ্চারের দিকে এগিয়ে যাচ্ছি।’
ম্যাথিউ ভন রোনালদোর সঙ্গে কাজ করার বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ক্রিশ্চিয়ানো মাঠে এমন সব গল্প সৃষ্টি করেছেন যা আমি কখনও লিখতে পারতাম না। এখন আমরা একসঙ্গে অনুপ্রেরণামূলক চলচ্চিত্র বানাবো- সে নিজেই যেন বাস্তবের একজন সুপারহিরো।
রোনালদো ও ভন যৌথভাবে ‘ইউর-মার্ভ’ নামে একটি স্বতন্ত্র চলচ্চিত্র প্রযোজনা স্টুডিও গঠন করেছেন যা উন্নত প্রযুক্তি এবং ঐতিহ্যের সংমিশ্রণে তৈরি। প্রাথমিকভাবে এই জুটি দুটি অ্যাকশন চলচ্চিত্রের প্রযোজনা ও অর্থায়ন সম্পন্ন করেছেন এবং খুব শিগগিরই তৃতীয় সিনেমার কাজ শুরু হবে বলে জানা গেছে। যদিও এখনও কোনো আনুষ্ঠানিক মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি, তবে শিগগিরই এই বিষয়ে নতুন তথ্য জানানো হবে বলে আশা করা যাচ্ছে।
আরএস/