
প্রিন্ট: ৩১ জুলাই ২০২৫, ০৪:২৬ পিএম
শিরোনাম- পিএসএল খেলতে দেশ ছাড়লেন রিশাদ-লিটন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১১:১৮ এএম
-67f4b1a52a46c.jpg)
ছবি- সংগ্রহীত
ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সূচি ঘোষণা করা হয়েছিল আগেই। জানুয়ারিতে অনুষ্ঠিত প্লেয়ার্স ড্রাফট থেকে পিএসএলে দল পেয়েছিলেন বাংলাদেশের ৩ তারকা ক্রিকেটার নাহিদ রানা, লিটন দাস ও রিশাদ হোসেন।
ভিন্ন তিন ফ্র্যাঞ্চাইজির জার্সি গায়ে জড়াবেন তারা। লিটনের ঠিকানা করাচি কিংস, রিশাদ যাবেন লাহোর কালান্দার্সে আর নাহিদ রানার গায়ে উঠবে পেশোয়ার জালমির জার্সি।
টুর্নামেন্ট খেলতে ইতোমধ্যে ছাড়পত্র পেয়েছেন দেশের এই তিন ক্রিকেটার। গতকাল সোমবার সন্ধ্যায় পাকিস্তানের উদ্দেশে দেশ ছাড়েন লেগ স্পিনার রিশাদ। এর একদিন পর আজ মঙ্গলবার সকালে পিএসএল খেলতে ঢাকা ত্যাগ করেন লিটন দাস। নাহিদ রানা অবশ্য এখনই যাচ্ছেন না সেখানে।
আগামী ১১ এপ্রিল পিএসএলের দশম আসরের পর্দা উঠবে।