
প্রিন্ট: ০৮ জুলাই ২০২৫, ১২:৫০ এএম
বাংলাদেশের ফিল্ডিং কোচ হলেন জেমস প্যামেন্ট

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ০১:৫১ এএম

জেমস প্যামেন্ট
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন অভিজ্ঞ কিউই কোচ জেমস প্যামেন্ট। ইংল্যান্ডে জন্ম নেওয়া এই কোচ ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ ও তাদের সতীর্থদের ফিল্ডিং দক্ষতা উন্নয়নের দায়িত্ব পালন করবেন। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
প্যামেন্টের কোচিং অভিজ্ঞতা দীর্ঘ এবং বৈচিত্র্যময়। তিনি সাত বছর আইপিএলের সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ানসের কোচিং স্টাফে ছিলেন। পাশাপাশি যুক্তরাষ্ট্র জাতীয় দলের ফিল্ডিং কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। নিজ দেশ নিউজিল্যান্ডে তিনি ঘরোয়া ক্রিকেটে বিভিন্ন দলের হেড কোচ ও হাইপারফরম্যান্স ইউনিটে (এইচপি) কাজ করেছেন দীর্ঘ সময় ধরে।
তিনি বিসিবিতে নিক পোথাসের জায়গায় নিয়োগ পেয়েছেন এবং আসন্ন জিম্বাবুয়ে সিরিজের আগেই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ দলে কাজ শুরু করতে মুখিয়ে থাকা প্যামেন্ট বলেন, "বাংলাদেশের মতো প্রতিভাবান একটি দলের অংশ হতে পারা দারুণ রোমাঞ্চকর। দলের খেলোয়াড় ও কোচিং স্টাফের সঙ্গে পরিচিত হয়ে দ্রুতই কাজে নামতে চাই। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে যোগ দেওয়ার অপেক্ষায় আছি।"
এই নিয়োগকে ঘিরে বিসিবি আশাবাদী যে, প্যামেন্টের অভিজ্ঞতা বাংলাদেশের ফিল্ডিংয়ের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।