
প্রিন্ট: ০৩ জুলাই ২০২৫, ০৮:৫৮ এএম
২ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরলেন নাসির

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ১১:৫৪ এএম
-67f36888af043.jpg)
ছবি- সংগ্রহীত
অবশেষে নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরলেন জাতীয় দলের সাবেক অলরাউন্ডার নাসির হোসেন। আইসিসির দুর্নীতি-বিরোধী কোড ভঙ্গ করার দায়ে সব ধরনের ক্রিকেট থেকে ২ বছর নিষিদ্ধ ছিলেন তিনি। নিষেধাজ্ঞা মুক্ত হয়েই নাসির সোমবার খেলতে নামেন ঢাকা প্রিমিয়ার লিগে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আইসিসির নিয়ম অনুযায়ী নাসির তার সম্পূর্ণ নিষেধাজ্ঞা ভোগ করেছেন।
২০২১ সালে আবুধাবির টি-টেন লিগে গিয়ে দুর্নীতির দায়ে অভিযুক্ত নাসির। ২০২৪ সালের জানুয়ারিতে তার বিরুদ্ধে রায় হয়। তাকে ছয় মাস স্থগিত নিষেধাজ্ঞাসহ দুই বছরের জন্য নিষিদ্ধ করে আইসিসি।
মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে রূপগঞ্জ টাইগার্সের হয়ে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে উদ্বোধনী বোলিং করেন নাসির। অফ স্পিনে ১০ ওভার বল করে ৩১ রান দিয়ে ১ উইকেট পান তিনি।