Logo
Logo
×

খেলা

ভারতের বিপক্ষে বাংলাদেশের গোলশূন্য ড্র

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ১০:৩৪ পিএম

ভারতের বিপক্ষে বাংলাদেশের গোলশূন্য ড্র

ছবি : সংগৃহীত

এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে এক উত্তেজনাপূর্ণ ম্যাচে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ। মঙ্গলবার (২৫ মার্চ) শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে কেউই জয় অর্জন করতে পারেনি।

ম্যাচের প্রথম মিনিট থেকেই উত্তেজনার শুরু। ভারতের গোলরক্ষক বিশাল কৈথের ভুলের সুযোগে বাংলাদেশের ফরোয়ার্ড মজিবুর রহমান জনি শট নিলেও তা সাইডনেটে লাগে। এভাবেই একের পর এক সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন বাংলাদেশের খেলোয়াড়রা।

প্রথমার্ধে শাহরিয়ার ইমন, রাকিব, মজিবুর রহমানসহ খেলোয়াড়রা বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও গোল দিতে পারেননি। ভারতের খেলোয়াড়রাও ব্যর্থ হন গোল করতে। বিরতির আগে দু'দলই গোলশূন্য অবস্থায় মাঠ ছাড়ে।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশের হামজা দলের রক্ষণভাগকে শক্তিশালী করে বিপদ থেকে রক্ষা করেন। ম্যাচের ৬১ মিনিটে জনি একটি সহজ সুযোগ হারান। ভারতের গোলরক্ষকের ভুল পাস থেকে বল পেয়েও গোল করতে ব্যর্থ হন তিনি।

শেষ দিকে বদলি নামা ফয়সাল এক দুর্দান্ত শট নিলেও ভারতের গোলরক্ষক তা ঠেকিয়ে দেন। অতিরিক্ত সময়েও সুযোগ হারিয়ে গোলশূন্য ড্রয়ে ম্যাচ শেষ করে বাংলাদেশ।

বাংলাদেশ দল ম্যাচের পুরো সময় আক্রমণাত্মক ছিল, তবে গোলের সুযোগ কাজে লাগাতে না পারায় হতাশা নিয়ে মাঠ ছাড়ে। ভারতের বিপক্ষে এই ড্র লাল-সবুজের দলকে পরবর্তী ম্যাচে আরও উজ্জীবিত হয়ে খেলতে অনুপ্রাণিত করবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন