Logo
Logo
×

খেলা

মাহমুদউল্লাহর বিদায়কে ঘিরে সাকিবের আবেগঘন বার্তা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ০৩:১২ পিএম

মাহমুদউল্লাহর বিদায়কে ঘিরে সাকিবের আবেগঘন বার্তা

ছবি : সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেটে এক যুগের অধ্যায়ের সমাপ্তি ঘটলো মাহমুদউল্লাহ রিয়াদের বিদায়ের মাধ্যমে। টেস্ট এবং টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পর এবার ওয়ানডে ক্রিকেটকেও বিদায় জানালেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। তার অবসরের মাধ্যমে বাংলাদেশের সাদা বলের ক্রিকেটে 'পঞ্চপান্ডব' যুগের প্রায় ইতি ঘটেছে।

মাহমুদউল্লাহর বিদায়কে ঘিরে ক্রিকেট অঙ্গনে চলছে নানা আলোচনা। সতীর্থরা একে একে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। মাশরাফী বিন মোর্ত্তজা, তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম ইতোমধ্যেই তার নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন। তাদের তালিকায় সাকিব আল হাসানও যোগ দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিব তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে মাহমুদউল্লাহকে উদ্দেশ করে আবেগঘন বার্তা দিয়েছেন। তিনি লিখেছেন, ‘রিয়াদ ভাই, আপনার সঙ্গে খেলতে পারা এবং শেখা আমার জন্য সৌভাগ্যের বিষয়। মাঠে ও মাঠের বাইরে আপনি দৃষ্টান্ত স্থাপন করেছেন। আপনার পরিসংখ্যানই বলে দেয়, দলের জন্য আপনার নিবেদন কতটা ছিল। আপনার নিষ্ঠা, স্থিতিস্থাপকতা এবং খেলার প্রতি ভালোবাসার জন্য পুরো দেশ কৃতজ্ঞ। আল্লাহ আপনার নতুন যাত্রাকে সফল করুন।’

২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া মাহমুদউল্লাহ দীর্ঘ ১৮ বছরের ক্যারিয়ারে বাংলাদেশের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। ওয়ানডেতে ২৩৯ ম্যাচে ৫,৬৮৯ রান করেছেন ৩৬ গড়ে, যেখানে রয়েছে চারটি সেঞ্চুরি ও ৩২টি ফিফটি। এছাড়াও বল হাতে শিকার করেছেন ৮২টি উইকেট।

টেস্ট ক্রিকেটেও তার অবদান উল্লেখযোগ্য—৫০ ম্যাচে করেছেন ২,৯১৪ রান এবং নিয়েছেন ৪৩ উইকেট। টি-টোয়েন্টিতেও ছিলেন সমান কার্যকর, ১৪১ ম্যাচে করেছেন ২,৪৪৪ রান এবং নিয়েছেন ৪১টি উইকেট।

মাহমুদউল্লাহর অবসরে বাংলাদেশের ক্রিকেটে একটি অধ্যায় শেষ হলো। তবে তার অবদান চিরকাল স্মরণে থাকবে প্রজন্ম থেকে প্রজন্মের মধ্যে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন