Logo
Logo
×

খেলা

নারী দলের ব্যাটিং কোচ হওয়ার প্রস্তাব পেলেন আশরাফুল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ১১:৩৭ পিএম

নারী দলের ব্যাটিং কোচ হওয়ার প্রস্তাব পেলেন আশরাফুল

ছবি : সংগৃহীত

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাম্প্রতিক পারফরম্যান্স খুব একটা ভালো যাচ্ছে না। সর্বশেষ সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পরাজিত হওয়ায় তাদেরকে বিশ্বকাপ বাছাই পর্ব খেলতে হবে। এদিকে, জাতীয় দলের প্রধান কোচের পদ থেকে সরে গেছেন শ্রীলঙ্কানের হাসান তিলকারাত্নে। তার স্থলাভিষিক্ত হয়েছেন অভিজ্ঞ কোচ সারোয়ার ইমরান। এবার দলের ব্যাটিং কোচ হিসেবে প্রস্তাব পেয়েছেন মোহাম্মদ আশরাফুল।

রোববার নিজেই এ খবর নিশ্চিত করেছেন আশরাফুল। নারী দলের নতুন চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম দায়িত্ব নেওয়ার পরই প্রধান কোচ হিসেবে নিয়োগ দেন সারোয়ার ইমরানকে। এবার সেই ইমরানই আশরাফুলকে নারী দলের ব্যাটিং কোচের দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিয়েছেন।

এ প্রসঙ্গে আশরাফুল বলেন, "কিছুদিন আগে প্রস্তাব পেয়েছি, তবে এরপর আর আলোচনা তেমন এগোয়নি। যদি সবকিছু ঠিকঠাক হয়, তাহলে অবশ্যই কাজ করব। এটি আমার জন্য বড় একটি সুযোগ এবং আমি দায়িত্ব নিতে প্রস্তুত।"

এদিকে, পেস বোলিং কোচ হিসেবে সর্বশেষ সিরিজে ছিলেন রবিউল ইসলাম। তবে তিনি নতুন করে দলের সঙ্গে থাকবেন কি না, সেটি এখনো নিশ্চিত হয়নি।

উল্লেখ্য, আশরাফুল ২০২৩ সালে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড আয়োজিত আইসিসি লেভেল থ্রি কোচিং কোর্স সম্পন্ন করেন। এরপর বিপিএলে রংপুর রাইডার্সের কোচিং স্টাফ হিসেবে কাজ করেছেন। এবার জাতীয় পর্যায়ে কোচিং করানোর সুযোগ পেলে এটি তার ক্যারিয়ারের জন্য আরও বড় মাইলফলক হতে পারে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন