Logo
Logo
×

খেলা

লামিন ইয়ামালের ট্রেডমার্ক সেলিব্রেশনের রহস্য কী?

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৪, ০২:২৭ পিএম

লামিন ইয়ামালের ট্রেডমার্ক সেলিব্রেশনের রহস্য কী?

স্প্যানিশ ফুটবল তারকা লামিন ইয়ামাল। ছবি : সংগৃহীত

স্প্যানিশ ফুটবল তারকা লামিন ইয়ামালের একটা ট্রেডমার্ক সেলিব্রেশন আছে, যেটা অনেকে লক্ষ্য করছে, আবার অনেকে করেনি। গোল করার পরই সে নিজের হাত, আঙুল দিয়ে ‘৩০৪’ সাইন দেখায়। বার্সেলোনার হয়ে প্রতিটা গোল করার পর সে এরকম সেলিব্রেশন করছে। স্পেনের হয়ে সেদিন ইউরোতে প্রথম গোল করার পরও একই ধরণের সেলিব্রেশন। কিন্তু, এই ‘৩০৪’ আসলে কি নির্দেশ করে?

লামিন ইয়ামাল বেড়ে উঠেছেন কাতালুনিয়ার মাতারো শহরের রোকাফোন্ডা নামের এলাকায়। যা বার্সেলোনার ২০ মাইল উত্তর পূর্বে অবস্থিত। এই এলাকায় মূলত শরনার্থীরা বেশি থাকায় এলাকাটি কে অবহেলার চোখে দেখা হয়। তাছাড়া এই এলাকাটা অনুন্নতও বটে। স্পেনের ডানপন্থী রাজনৈতিক দল ভক্স তো এই এলাকাকে ‘বহু সংস্কৃতির তুচ্ছ জায়গা’ হিসেবেও আখ্যা দিছে।

এভাবে বছরের পর বছর ধরে রোকাফোনডা রয়েছে অবহেলিত। হয়েছে বৈষম্যের শিকার। এজন্য সেখানকার জীবনযাত্রার মানও ভালো না। আর সেখানেই বেড়ে উঠেছেন লামিন ইয়ামাল।

রোকাফোনডার পোস্টকোড হচ্ছে ‘০৮৩০৪’। লামিন ইয়ামালের এই ‘৩০৪’ সেলিব্রেশন ইংগিত করে পোস্টকোডের শেষ তিন সংখ্যাকে। ইংগিত করে অবহেলিত রোকাফোনডাকে।

লামিন স্পেনের হয়ে সেদিন গোল পাওয়ার পর স্ট্যান্ডে আবেগাপ্লুত হয়ে যায় লামিনের পরিবার। কেঁদে ফেলে লামিনের বোন। আবেগাপ্লুত হবে নাই বা কেন? বছরের পর বছর তারা হয়েছে বৈষম্যের শিকার, অথচ তাদের একজনই আন্তর্জাতিক মঞ্চে স্পেনকে এনে দিয়েছে সাফল্য।

গোল সেলিব্রেট করার সময়ে লামিন মনে মনে এটাই বলছিলো, ‘দেখো, তোমরা আমাদের অবহেলা করো না? অবহেলিত জায়গা থেকে উঠে এসেই আমি আজ স্পেনের গর্ব।’

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন