Logo
Logo
×

খেলা

ওয়েস্ট ইন্ডিজকে ৬০ রানে হারিয়ে সিরিজে সমতায় ফিরলো টাইগ্রেসরা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ০১:১৫ পিএম

ওয়েস্ট ইন্ডিজকে ৬০ রানে হারিয়ে সিরিজে সমতায় ফিরলো টাইগ্রেসরা

ওয়েস্ট ইন্ডিজকে ৬০ রানে হারিয়ে সিরিজে সমতায় ফিরলো টাইগ্রেসরা

প্রথম ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের কাছে পরাজিত হওয়ার পর, নিগার সুলতানা জ্যোতির দলের দারুণ প্রত্যাবর্তন ঘটেছে দ্বিতীয় ম্যাচে। ওয়েস্ট ইন্ডিজকে ৬০ রানে হারিয়ে টাইগ্রেসরা সিরিজে ১-১ সমতা আনতে সক্ষম হয়। বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে জ্যোতির ফিফটিতে ১৮৪ রানের সংগ্রহ করে। জবাবে, নাহিদা, রাবেয়া এবং ফাহিমাদের দুর্দান্ত বোলিংয়ে ক্যারিবিয়ান নারীরা মাত্র ১২৪ রানে গুটিয়ে যায়।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে সেন্ট কিটস অ্যান্ড নেভিসের ওয়ার্নার পার্কে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হয়। টসে হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ভালো শুরু করলেও, ওপেনার মুর্শিদা ১২ রান করে আউট হলে ৩৪ রানের জুটি ভাঙ্গে। এরপর ফারজানা পিংকি ১৮ এবং শারমিন আক্তার ১১ রান করে আউট হলে বাংলাদেশ চাপে পড়ে।

এমন অবস্থায়, অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি আবারও দলের হাল ধরেন। তার ৬৮ রানের ইনিংসের সাথে সোবহানার ২৩ এবং স্বর্ণার ২১ রানের ইনিংস যুক্ত হয়ে বাংলাদেশ ১৮৪ রানের মাঝারি সংগ্রহ পায়।

বোলিংয়ে দলগত সাফল্য অর্জন করে টাইগ্রেসরা। পেসার মারুফা দুইটি এবং তিন স্পিনার নাহিদা, রাবেয়া এবং ফাহিমা মিলে ৭টি উইকেট তুলে নিলে, ওয়েস্ট ইন্ডিজ নারী দল ১২৪ রানে অলআউট হয়। ক্যারিবিয়ানদের বিপক্ষে এটি টাইগ্রেসদের প্রথম ওয়ানডে জয়। সিরিজের শেষ ম্যাচ জিতলে, স্বাগতিকদের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয়ের পাশাপাশি সরাসরি নারী ওয়ানডে বিশ্বকাপে খেলার টিকিট অর্জন করবে বাংলাদেশ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন