
প্রিন্ট: ০৮ জুলাই ২০২৫, ১০:২৬ এএম
লিটনকে চ্যাম্পিয়নস ট্রফি থেকে বাদ দেওয়ার বিষয়ে ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ০৪:৫০ পিএম

ছবি : সংগৃহীত
আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তেমন কোনো চমক নেই। আগেই জানা ছিল, সাকিব আল হাসান ও তামিম ইকবাল থাকছেন না। এবার শোনা যাচ্ছে, লিটন দাসও থাকছেন না, যা কিছুটা হলেও চমকপ্রদ। যদিও তার সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় এটিও অনেকটা প্রত্যাশিত।
লিটনের পরিবর্তে ১৫ সদস্যের দলে নতুন করে ওপেনার হিসেবে জায়গা পেয়েছেন পারভেজ হোসেন ইমন। তবে লিটনের বাদ পড়া নিয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেনকে। তার মতে, ওয়ানডে ক্রিকেটে পারফর্ম করতে ব্যর্থ হওয়ায় বাদ পড়েছেন লিটন। তার প্রতি দলের আস্থা কমে গেছে।
লিপুর ভাষ্য, ‘লিটন রানের তীব্র খরায় ভুগছে। আউটের ধরনগুলো একই রকম। বিশেষ করে সাদা বলে পাওয়ারপ্লে'র সময়ে যে সুযোগটা নেওয়া দরকার, সেখানে লিটন ভালো করতে পারেনি। ফলে প্রেশার তার পার্টনারের উপর চলে আসছে।’
প্রধান নির্বাচক আরও বলেন, ‘তারপরও আমরা লিটনের উপর আস্থা রেখেছিলাম। সাদা বলের ক্রিকেটে তাকে আমরা অনেক ম্যাচ খেলিয়েছি। কিন্তু সম্প্রতি তার পারফরম্যান্স আমাদের নিরাশ করেছে।’
এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুবাইয়ে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। যেখানে ২০১৮ এশিয়া কাপে ম্যান ইন ব্লু’দের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন লিটন। তবে বর্তমান ফর্মকেই বিবেচনায় নিচ্ছেন নির্বাচকরা। লিপুর ভাষ্য, ‘লিটনের অতীত পারফরম্যান্স, ইতিহাস অবশ্যই দেখা হয়। কিন্তু নিকট অতীত বেশি গুরুত্ব পায়। আমরা পিন্ডিতে খেলব, যেখানে ভালো ব্যাটিং উইকেট। তাই আউট অব ফর্ম কাউকে নিতে পারছি না। টুর্নামেন্টে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংও কঠিন চ্যালেঞ্জ থাকবে।’