Logo
Logo
×

খেলা

চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে দেখা যাবে না লিটনকে

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ১২:৫৮ এএম

চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে দেখা যাবে না লিটনকে

ছবি : সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়ে চারদিকে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। তামিম ইকবাল ইতোমধ্যে অবসর নিয়েছেন এবং বোলিংয়ে নিষেধাজ্ঞা থাকার কারণে সাকিব আল হাসানও দলে নেই। এবার শোনা যাচ্ছে, আরও এক পরিচিত মুখ বাদ পড়তে যাচ্ছেন।

আর মাত্র একদিন পর জানা যাবে বাংলাদেশের কোন ১৫ জন খেলোয়াড় চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নির্বাচিত হচ্ছেন। সব ঠিক থাকলে আগামীকাল রোববার দুপুর সাড়ে বারোটায় টিম টাইগার্সের চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করা হবে।

তামিম-সাকিবের পর আলোচনায় আছেন উইকেটকিপার ব্যাটার লিটন দাস। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, স্কোয়াডে তার নাম নেই। বাজে ফর্মের কারণে নির্বাচকরা তার ওপর আস্থা হারিয়েছেন। শোনা যাচ্ছে, লিটনের বদলে তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমন দলে জায়গা পাচ্ছেন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ সিরিজে ইমন দলের সঙ্গে থাকলেও খুব বেশি খেলা হয়নি। একটি টি-টোয়েন্টি ম্যাচে ৩৯ রান করেছিলেন তিনি। এবার বড় মঞ্চে খেলার সুযোগ পেতে পারেন এই তরুণ প্রতিভা।

চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড জমা দেওয়ার পরেও টুর্নামেন্ট শুরুর আগ পর্যন্ত দলগুলো পরিবর্তনের সুযোগ পাবে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াড

তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, তাসকিন আহমেদ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন