Logo
Logo
×

খেলা

৭ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন তাসকিন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ০৮:৪৬ পিএম

৭ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন তাসকিন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচে রাজশাহীর তাসকিন আহমেদ একাই ৭ উইকেট শিকার করে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করেন। তবে এর পরেও ঢাকা ক্যাপিটালস দিনের প্রথম ম্যাচে ব্যাট করে ১৭৪ রানের সম্মানজনক পুঁজি সংগ্রহ করে।

মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ঢাকা ক্যাপিটালস। দলীয় ১৪ রানের মাথায় দুই ওপেনার লিটন দাস এবং তানজিদ হাসান তামিম সাজঘরে ফিরে যান। লিটন শূন্য রান এবং তানজিদ ১০ বলে ৯ রান করেন।

এরপর স্টিফেন এসকিনাজি এবং শাহাদাত হোসেন দিপু ক্রিজে আসেন এবং দায়িত্বশীল ব্যাটিংয়ে পরিস্থিতি সামাল দেন। পাওয়ারপ্লের ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ঢাকা ৫৬ রান সংগ্রহ করে। এসকিনাজি ২৯ বলে ৪৬ রান করে দলীয় ৯৩ রানের মাথায় আউট হন। দিপু ফিফটি করেন এবং ৪১ বলে ৫০ রান করে বিদায় নেন।

অধিনায়ক থিসারা পেরেরা ৯ বলে ২১ রানের ক্যামিও ইনিংস খেলেন। এছাড়া শুভাম রাঞ্জানি ১৩ বলে ২৪ রান এবং আলাউদ্দিন বাবু ৯ বলে ১৩ রান করেন। নির্ধারিত ২০ ওভারের শেষে ঢাকা ৯ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে।

তাসকিন আহমেদ ১৯ রান খরচায় ৭ উইকেট শিকার করে বিপিএলে নতুন ইতিহাস লিখেছেন। শেষ ২ ওভারে তিনি ৫ উইকেট নেন, যা বিপিএলের ১১ আসরের মধ্যে সেরা স্পেল। তিনি পাকিস্তানের মোহাম্মদ আমিরের ১৭ রানে ৬ উইকেট নেওয়ার রেকর্ডকে পেছনে ফেলেছেন।

তাসকিন এই ম্যাচে স্বীকৃত টি-টোয়েন্টিতে এক ম্যাচে সর্বাধিক উইকেট শিকারী হন। যৌথভাবে মালয়েশিয়ার সাজরুল ইদ্রুসও এই রেকর্ড ধরে রেখেছেন, যিনি চীনের বিপক্ষে ৮ রানে ৭ উইকেট নিয়েছিলেন। তবে ফ্র্যাঞ্চাইজি লিগের ক্ষেত্রে তাসকিনের নামই এখন শীর্ষে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন