Logo
Logo
×

খেলা

ফিফা র‌্যাঙ্কিংয়ে ৭ ধাপ উন্নতি বাংলাদেশ নারী দলের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ০৮:১৪ পিএম

ফিফা র‌্যাঙ্কিংয়ে ৭ ধাপ উন্নতি বাংলাদেশ নারী দলের

ফিফা র‌্যাঙ্কিংয়ে ৭ ধাপ উন্নতি বাংলাদেশ নারী দলের

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ফুটবলে প্রায় সব বড় সাফল্যই জাতীয় নারী দলের হাত ধরে এসেছে। ২০২২ সালের পর এবারো সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছে সাবিনা খাতুনের দল। টানা দ্বিতীয়বার শিরোপা জিতে ফিফা র‌্যাঙ্কিংয়েও সুখবর পেলো বাঘিনীরা। র‌্যাঙ্কিংয়ে ৭ ধাপ উন্নতি করে ১৩২তমস্থানে উঠে এসেছে বাংলাদেশ।

শুক্রবার (১৩ ডিসেম্বর) হালনাগাদকৃত নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা-ফিফা। যেখানে ১৩৯ থেকে বড় লাফ দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। বর্তমানে তাদের রেটিং পয়েন্ট ১০৯৭ দশমিক ৫৫।

নতুন র‌্যাঙ্কিং অনুযায়ী, শীর্ষস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। স্পেন ও জার্মানি দ্বিতীয় ও তৃতীয় স্থানে উঠে এসেছে। অন্যদিকে চতুর্থস্থানে নেমে গেছে ইংল্যান্ড।

র‌্যাঙ্কিংয়ের প্রথম ১০-এর ভেতর সুইডেন, কানাডা, ব্রাজিল, জাপান, উত্তর কোরিয়া, ও নেদারল্যান্ডস রয়েছে।সৌদি আরব ও এস্তোনিয়ার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। 

উল্লেখ্য, ২০২২ সালে নেপালকে হারিয়ে প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব পেয়েছিল বাংলাদেশের মেয়েরা। গেল ৩০ অক্টোবর শেষ হওয়া সাফেও একই প্রতিপক্ষকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জেতার রেকর্ড গড়ে সাবিনা খাতুনের দল।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন