Logo
Logo
×

খেলা

পদত্যাগ করলেন মেসিদের আর্জেন্টাইন কোচ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ১১:৫৭ পিএম

পদত্যাগ করলেন মেসিদের আর্জেন্টাইন কোচ

ছবি: সংগৃহীত

মাত্রই আন্তর্জাতিক ব্যস্ততা শেষ করেছেন লিওনেল মেসি। ফিফা নভেম্বর উইন্ডোতে সমান এক জয় ও পরাজয়ের স্বাদ পেয়েছে আর্জেন্টিনা। তবে মেসির দলের জয়ের ফেরার দিনে নিজ ক্লাব ইন্টার মায়ামির স্বদেশি কোচ টাটা মার্টিনো পদত্যাগ করেছেন। পদত্যাগের কারণ হিসেবে ব্যক্তিগত বিষয়টিই সামনে এনেছেন আর্জেন্টাইন এই কোচ।

এ নিয়ে এক প্রতিবেদনে টিওয়াসি স্পোর্টস জানিয়েছে, আগামী শুক্রবার (২২ নভেম্বর) জেরার্ডো মার্টিনো মায়ামির অন্যতম মালিক জর্জ মাসের সঙ্গে একটি প্রেস কনফারেন্স করবেন।

২০২৩ সালের জুনে ইন্টার মায়ামির দায়িত্ব নেন মার্টিনো। যুক্তরাষ্ট্রের দলটির সঙ্গে বেশ ভালো সময় কাটিয়েছেন ৬২ বছর বয়সী এই কোচ। পুরাতন শিষ্য লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, সের্হিও বুসকেটস এবং জর্দি আলবাদের নিয়ে মার্কিন লিগে রীতিমত আধিপত্য দেখিয়েছিলেন। তবে  শেষটা ভাল হয়নি এই আর্জেন্টাইনের। মেজর লিগ সকারের প্লে-অফে আটলান্টা ইউনাইটেডের সঙ্গে হেরে বিদায় নেয় মেসিরা। এরপরই প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন জেরার্ডো মার্টিনো।

তার অধীনে ২০২৩ লিগস কাপ জিতেছিল মায়ামি। এ ছাড়াও সাপোর্টারস শিল্ড জেতে ক্লাবটি। একই সঙ্গে ২০২৫ ক্লাব বিশ্বকাপেও জায়গা করে নেয় মায়ামি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন