Logo
Logo
×

খেলা

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সন্ধ্যায় মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ০২:০৭ পিএম

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সন্ধ্যায় মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সন্ধ্যায় মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আজ মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। কিংস অ্যারেনায় ম্যাচটি শুরু হবে বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৬টায়।

এ ম্যাচে জয় দিয়ে এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি সারতে চায় হ্যাভিয়ের ক্যাবরেরা শিষ্যরা। তবে, ম্যাচ জিততে আক্রমণভাগের কাছে গোল চান অধিনায়ক তপু বর্মন।

বিপরীতে ফিফার হস্তক্ষেপে এক বছর পর আন্তর্জাতিক ফুটবলে ফেরা মালদ্বীপ জয় দিয়েই প্রত্যাবর্তন রাঙাতে চায়। ফিফা র‍্যাংকিংয়ে মালদ্বীপের অবস্থান ১৬৩ নম্বরে। বিপরীতে বাংলাদেশ আছে ১৮৫-তে। দু’দলের মুখোমুখি পরিসংখ্যানে সমতা থাকলেও সবশেষ তিন লড়াইর দু’টিতেই জয় পেয়েছে বাংলাদেশ।

২০২২ সালের পর থেকে মালদ্বীপের কাছে হারেনি বাংলাদেশ। এই রেকর্ড আরও সমৃদ্ধ করতে চায় তারা। এ পর্যন্ত দুদল পরস্পরের বিপক্ষে ১৮টি ম্যাচ খেলেছে। এর মধ্যে বাংলাদেশ ৮টি ম্যাচে জিতেছে। ড্র করেছে ৪টি ম্যাচে। বাকি ৬টি ম্যাচে জিতেছে মালদ্বীপ। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন