Logo
Logo
×

খেলা

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ০৫:১৯ পিএম

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ইনজুরির কারণে এই ম্যাচ থেকে ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার জায়গায় টস করতে মাঠে নামেন সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তিনি টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন।

সোমবার (৯ নভেম্বর) বিকেল চারটায় শারজাহতে শুরু হবে দুদলের লড়াই। এই ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। শান্তর জায়গা দলে জায়গা পেয়েছেন জাকির হাসান। অপরদিকে পেসার তাসকিনের জায়গায় একাদশে ঢুকেছেন নাহিদ রানা। এই ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হলো নাহিদের।

অপরদিকে, অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে আফগানিস্তান। প্রথম ওয়ানডেতে বড় ব্যবধানে জিতে সিরিজে ১-০ তে এগিয়ে যায় আফগানরা। দ্বিতীয় ম্যাচে আফগানদের হারিয়ে সিরিজে সমতা আনে টিম টাইগার। তাই তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেটি হয়ে দাঁড়িয়েছে দুদলের সিরিজ নির্ধারণী শ্যাচ।

বাংলাদেশ একাদশ

সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক (উইকেটরক্ষক), নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।

আফগানিস্তান একাদশ

রহমানুল্লাহ গুরবাজ, সেদিকুল্লাহ আটাল, রহমত শাহ, হাসমতউল্লাহ শাহীদি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, গুলবদিন নাঈব, রশীদ খান, আল্লাহ গজানফার, নেঙ্গেলিয়া খারোতি, ফজলহক ফারুকি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন