বিশ্বকাপের জার্সি উন্মোচন স্থগিত করলো পাকিস্তান
অনলাইন ডেস্ক :
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ০৩:৪১ পিএম
ছবি : সংগৃহীত
স্থগিত করা হয়েছে পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সি উন্মোচনের অনুষ্ঠান। এমনটাই জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম মিনিট মিরর।
আজ (শনিবার) বিশ্বকাপের জন্য প্রস্তুত করা জার্সি উন্মোচন করার কথা ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টির টসের পর। তবে পিসিবির কর্মকর্তারা জানিয়েছেন, অনিবার্য কারণে শেষ মুহূর্তে সেই অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।
গুঞ্জন উঠেছে, বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার কারণে জার্সি উন্মোচন স্থগিত করা হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলবে কিনা তা এখনো নিশ্চিত নয়। এর আগে জানা গিয়েছিল, ৩০ জানুয়ারি অথবা ২ ফেব্রুয়ারি বিশ্বকাপ ইস্যুতে নিজের অবস্থান পরিস্কার করবে পাকিস্তান। এখনও এই ব্যাপারে কিছু জানা যায়নি। তাই ধারনা করা হচ্ছে, বিশ্বকাপে খেলার অনিশ্চয়তার মধ্যে জার্সি উন্মোচন করতে চাইছে না পিসিবি।
‘বাংলাদেশের পক্ষে ভোট দিয়েছে পাকিস্তান, গল্পটা এখানেই শেষ’
তবে পিসিবির পক্ষ থেকে জার্সি উন্মোচনের বিষয়ে অনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে পিসিবির একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে সংবাদমাধ্যমকে জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত খুব শিগগিরই ঘোষণা করা হবে।
বিশ্বকাপ শুরু হতে আর বেশি দেরি নেই। কিন্তু বৈশ্বিক এ টুর্নামেন্টে খেলার বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি পাকিস্তান। ধারণা করা হচ্ছে বিশ্বকাপ বয়কট না করলেও, ভারত ম্যাচ বয়কট করতে পারে তারা।
আগামী ৭ জানুয়ারি শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারত ও শ্রীলঙ্কায় হবে বৈশ্বিক এ আসর। পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়।



