Logo
Logo
×

খেলা

টি-টোয়েন্টি বিশ্বকাপ না জিতলে গম্ভীরের বিদায় চান মনোজ তিওয়ারি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ১১:৫৬ এএম

টি-টোয়েন্টি বিশ্বকাপ না জিতলে গম্ভীরের বিদায় চান মনোজ তিওয়ারি

গৌতম গম্ভীরের অধীনে ভারতের টি-টোয়েন্টি পারফরম্যান্স বেশ শক্তিশালী। সূর্যকুমার যাদবের নেতৃত্বে সবশেষ এশিয়া কাপের শিরোপা জিতেছে দলটি। বিভিন্ন টি-টোয়েন্টি সিরিজেও ধারাবাহিক ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে টানা তিন ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

তবে টি-টোয়েন্টিতে সাফল্য থাকলেও গম্ভীরের স্বস্তিতে থাকার সুযোগ নেই। কারণ, বাকি দুই সংস্করণে তাঁর অধীনে ভারতীয় দলের পারফরম্যান্স ছিল হতাশাজনক। টেস্ট ও ওয়ানডেতে ব্যর্থতার কারণে নিয়মিত সমালোচনার মুখে পড়তে হচ্ছে সাবেক এই ক্রিকেটারকে। এবার তাঁর কড়া সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের যুব ও ক্রীড়ামন্ত্রী ও সাবেক ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারি। তাঁর মতে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে না পারলে গম্ভীরকে কোচের পদ থেকে সরিয়ে দেওয়া উচিত।

গম্ভীরের অধীনে গত বছর এশিয়া কাপের পাশাপাশি চ্যাম্পিয়নস ট্রফির শিরোপাও জিতেছে ভারত। তবে ব্যর্থতার তালিকাও কম নয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে হেরেছে দলটি। অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে শেষ মুহূর্তের নাটকীয়তায় ড্র করেছে। নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে ভারত। এ ছাড়া বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে সিরিজেও হেরে ফিরেছে দলটি। এসব ব্যর্থতার কারণে আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে চাপে রয়েছেন গম্ভীর।

ইনসাইড স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে মনোজ তিওয়ারি বলেন, ভারত যদি টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিততে না পারে, তাহলে বিসিসিআইয়ের উচিত হবে গৌতম গম্ভীরকে নিয়ে কঠিন সিদ্ধান্ত নেওয়া। যদিও বিসিসিআই সচিব বলেছেন, গম্ভীর চুক্তির মেয়াদ পূর্ণ করবেন। কিন্তু আমার মনে হয় বিশ্বকাপ ব্যর্থ হলে বোর্ড বড় সিদ্ধান্ত নিতে পারে।

গম্ভীরের বিকল্প হিসেবে ভিভিএস লক্ষ্মণকে কোচ করার পক্ষে মত দিয়েছেন তিওয়ারি। তিনি বলেন, রাহুল দ্রাবিড়ের পর লক্ষ্মণকে দায়িত্ব দেওয়া স্বাভাবিক প্রক্রিয়া হতো। তিনি ঠান্ডা মাথার মানুষ, অভিজ্ঞ কোচ। বোর্ডের উচিত তাঁকে রাজি করানো এবং দলের দায়িত্ব দেওয়া।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন