Logo
Logo
×

খেলা

বিশ্বকাপ থেকে ছিটকে গেল বাংলাদেশ

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ০৭:৪২ পিএম

বিশ্বকাপ থেকে ছিটকে গেল বাংলাদেশ

ছবি : সংগৃহীত

অবশেষে বিদায় ঘণ্টা বেজে গেল বাংলাদেশের। আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সুপার সিক্স পর্বের ম্যাচে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। প্রথমে ব্যাট করতে নেমে এদিন ৩৮.১ ওভারে মাত্র ১৩৬ রানেই গুটিয়ে যায় টাইগার যুবারা। জবাবে ৭ উইকেট হাতে রেখে ১৫৫ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় ইংলিশ যুবারা।

এই হারের ফলে বাংলাদেশের বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে। সেমিফাইনালে যাওয়ার আর কোনো আশা নেই মিরাজ-লিটনদের উত্তরসূরিরা।

বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথম ওভারেই সাজঘরে ফিরে যান ওপেনার জাওয়াদ আবরার। ৩ বলে ৬ রান করে বিদায় নেন তিনি। জাওয়াদের বিদায়ের পর ক্রিজে জুটি বাঁধেন রিফাত বেগ এবং আজিজুল হাকিম তামিম।

দুজনের জুটিটা ভালোই চলছিল। দলের ৫৩ রানের মাথাতে ৩৬ বলে ৩১ রান করা রিফাত বিদায় নিলে চাপে পড়ে বাংলাদেশ। কিছুক্ষণ পর ফিরে গেছেন তামিমও। ৪৬ বলে ২০ রান করেন তিনি। একই ওভারে ২৭ বলে ১০ রান করে সাজঘরে ফিরে গেছেন কালাম সিদ্দিকী অলিন। ৭২ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ।

দলের ৯০ রানের মাথাতে ১৮ বলে ৯ রান করা রিজান হোসেনও সাজঘরে ফিরে যান। চাপ আরও বেড়েছে টাইগার যুবাদের। একের পর এক উইকেটের পতনে একদম লন্ডভন্ড অবস্থা দলের। ৩৪ বলে ২৫ রানের ইনিংস খেলেন মোহাম্মদ আব্দুল্লাহ। বাকিরা সেভাবে সুবিধা করতে পারেননি। শেষ দিকে শাহরিয়ার আহমেদ লড়াই চালিয়ে গেছেন। যদিও বেশিক্ষণ টেকেননি। ৩২ বলে ১৮ রান করে শেষ ব্যাটার হিসেবে আউট হয়েছেন শাহরিয়ার। ১৩৬ রান করে অলআউট হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

ইংল্যান্ডের হয়ে ৩ উইকেট নেন সেবাস্তিয়ান মরগান। ২টি করে উইকেট নিয়েছেন রালফি আলবার্ট এবং মানি লামসদেন। ১টি করে উইকেট শিকার করেন অ্যালেক্স গ্রিন, ফারহান আহমেদ এবং জেমস মিন্টো।

জবাব দিতে নেমে শুরুতেই জেমস মুরসের উইকেট হারিয়েছে ইংল্যান্ড। মুরসকে ফিরিয়ে দেন আল ফাহাদ। ৬ বলে ১ রান করে দলের ৩ রানের মাথাতে সাজঘরে ফিরে যান মুরস। এরপর জুটি বাঁধেন টিকে থাকা ওপেনার বেন ডাওকিনস এবং বেন মায়েস। দুজনে মিলে পরিস্থিতি সামলে এগিয়েছেন। দলের ৩৯ রানের মাথাতে ডাওকিনসকে ফেরান সেই আল ফাহাদ। ২৯ বলে ২৭ রান করে সাজঘরে ফিরে যান ডাওকিনস।

ডাওকিনসের বিদায়ের পর মায়েসের সাথে যোগ দিয়েছেন থমাস রিউ। এসেই ধুমধাড়াক্কা ব্যাটিং করেছেন রিউ। আগ্রাসী ব্যাটিংয়ে দ্রুত রান তুলেছেন। মায়েস সাবলীল ব্যাটিংয়ে এগিয়েছেন। রিউ-মায়েসের কার্যকরী ব্যাটিংয়ে জয়ের দিকে ছুটেছে ইংল্যান্ড।

চালিয়ে খেলে গেছেন রিউ। আগ্রাসী ব্যাটিংয়ে দারুণ এক ফিফটি ছুঁয়ে ফেলেন অধিনায়ক থমাস রিউ। দলের ১১৭ রানের মাথাতে বেন মায়েস ৫০ বলে ৩৪ রান করে বিদায় নেন।

রিউ ফিফটি ছুঁয়ে আরও এগিয়েছেন। শেষ দিকে রিউর সাথে যোগ দেন কালাব ফালকানোর। দুজনে মিলে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। ১৫৫ বল হাতে রেখে ৭ উইকেটে জয়লাভ করেছে ইংল্যান্ড। রিউ ৫০ বলে ৫৯ রান করে টিকে ছিলেন। ১০ বলে ৯ রান করে অপরাজিত ছিলেন কালাব।

বাংলাদেশের হয়ে ২ উইকেট শিকার করেন আল ফাহাদ। ১ উইকেট নিয়েছেন সামিউন বশির রাতুল।

এই হারের ফলে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেল বাংলাদেশের। সুপার সিক্স থেকে সেমিফাইনালে যাওয়ার আর কোনো সুযোগ নেই।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন