গুঞ্জনের অবসান, বিসিবি কার্যালয়ে উপস্থিত সভাপতি বুলবুল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ০১:০৮ পিএম
ছবি : সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে ঘিরে অস্ট্রেলিয়া যাওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়লেও শেষ পর্যন্ত তা ভিত্তিহীন প্রমাণিত হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে তিনি মিরপুরে বিসিবি কার্যালয়ে উপস্থিত হয়ে সব জল্পনার অবসান ঘটান।
রোববার রাত থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়ায় যে, বিসিবি সভাপতি গভীর রাতে দেশ ছেড়ে অস্ট্রেলিয়া চলে গেছেন এবং জাতীয় নির্বাচনের পরই ফিরবেন। এমনকি বিমানবন্দরের একটি সূত্রের বরাত দিয়ে কিছু সংবাদমাধ্যমে দাবি করা হয়, তিনি ফেরার টিকিটও কাটেননি।
তবে এর আগেই এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আমিনুল ইসলাম বুলবুল স্পষ্ট করে জানিয়েছিলেন, তিনি দেশেই আছেন। তবুও গুঞ্জন থামেনি। অবশেষে বিসিবি কার্যালয়ে এসে তিনি নিজ উপস্থিতির মাধ্যমে সব খবরকে মিথ্যা প্রমাণ করেন।
দেশের ক্রিকেট বর্তমানে কঠিন সময় পার করছে। নিরাপত্তাজনিত কারণে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ। পাশাপাশি বোর্ডের ভেতরে একাধিক পরিচালককে ঘিরে চাপের পরিস্থিতি তৈরি হয়েছে। ঠিক এই সময়ে সভাপতির বিদেশে চলে যাওয়ার গুঞ্জন আরও আলোচনার জন্ম দিয়েছিল। তবে সোমবার তার উপস্থিতি সেই বিতর্কের ইতি টেনেছে।



