Logo
Logo
×

খেলা

বিতর্কের পর আবারও বিসিবির অর্থ বিভাগের দায়িত্ব পেলেন নাজমুল ইসলাম

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ১১:২৮ এএম

বিতর্কের পর আবারও বিসিবির অর্থ বিভাগের দায়িত্ব পেলেন নাজমুল ইসলাম

বিভিন্ন বিতর্কিত মন্তব্যের জেরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অর্থ কমিটির প্রধানের দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি পাওয়া এম নাজমুল ইসলাম অবশেষে সেই দায়িত্ব ফিরে পেয়েছেন। ক্রিকেটারদের দাবির মুখে নেওয়া সিদ্ধান্ত থেকে সরে এসে বিসিবি তাকে আবার অর্থ বিভাগের দায়িত্ব দিয়েছে।

গতকাল বিসিবির পরিচালনা পর্ষদের সভায় অংশ নেন নাজমুল ইসলাম। সভাতেই তাকে অর্থ বিভাগের দায়িত্ব ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিজেই গত রাতে আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বিসিবির এই পরিচালক।

এ বিষয়ে পরিচালনা পর্ষদের সভা শেষে সংবাদমাধ্যমকে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, ‘এম নাজমুল ইসলামের কাছে বোর্ডের পক্ষ থেকে যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল, তার জবাব তিনি শৃঙ্খলা বিভাগের কাছে জমা দিয়েছেন। শৃঙ্খলা বিভাগ জানিয়েছে, তার দেওয়া ব্যাখ্যা সন্তোষজনক ছিল।’

এর আগে তামিম ইকবালকে ‘পরীক্ষিত ভারতীয় দালাল’ বলা এবং ক্রিকেটারদের কাছে টাকা ফেরত চাওয়ার মতো বক্তব্য দিয়ে বিতর্কে জড়ান এম নাজমুল ইসলাম। এসব মন্তব্যে ক্ষুব্ধ হয়ে ক্রিকেটারদের কল্যাণে কাজ করা সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)–এর সভাপতি মোহাম্মদ মিঠুন তার পদত্যাগ দাবি করেন।

এর পরিপ্রেক্ষিতে গত ১৫ জানুয়ারি বিপিএল বয়কট করেন মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজসহ একাধিক ক্রিকেটার। পরিস্থিতি সামাল দিতে নাজমুল ইসলামকে তাৎক্ষণিকভাবে কারণ দর্শানোর নোটিশ দেয় বিসিবি এবং ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়। ১৮ জানুয়ারি বিসিবির প্রধান নির্বাহী ফয়জুর রহমান মিতু জানিয়েছিলেন, বোর্ড নাজমুল ইসলামের জবাব পেয়েছে।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী কোনো পরিচালককে বোর্ড সরাসরি অব্যাহতি দিতে পারে না। একজন পরিচালক চার বছরের জন্য নির্বাচিত হন। কেবল মৃত্যু, মানসিক ভারসাম্য হারানো, শৃঙ্খলাজনিত শাস্তি, আর্থিক দেউলিয়াত্ব বা টানা তিনটি বোর্ড সভায় অনুপস্থিত থাকলে পরিচালক পদ শূন্য ঘোষণা করা যেতে পারে। অর্থ বিভাগের প্রধানের দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি পাওয়া নাজমুল ইসলাম গতকাল তার সেই হারানো দায়িত্ব পুনরায় ফিরে পেলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন