পাকিস্তান কি বিশ্বকাপ বয়কট করবে, যা বললেন পিসিবি চেয়ারম্যান
অনলাইন ডেস্ক :
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ০৭:৫৮ পিএম
ছবি : সংগৃহীত
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। টাইগারদের পরিবর্তে বিশ্বকাপে অংশ নিতে আমন্ত্রণ জানানো হচ্ছে স্কটল্যান্ডকে।
বাংলাদেশের ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতির সিদ্ধান্ত ঘিরে আলোচনার মধ্যেই বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, বাংলাদেশকে বাদ দেওয়া হলে বিশ্বকাপ বয়কট করতে পারে পাকিস্তান। এ নিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যমেও একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ফলে বাংলাদেশের বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর পাকিস্তান কী অবস্থান নেবে, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে ক্রিকেটভক্তদের মধ্যে।
এই প্রশ্নের আংশিক উত্তর মিলেছে শনিবার (২৪ জানুয়ারি)। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি লাহোরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। সেখানেই উঠে আসে বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রসঙ্গ।
পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসির সিদ্ধান্তকে বাংলাদেশের সঙ্গে ‘অন্যায় আচরণ’ হিসেবে উল্লেখ করেছেন পিসিবি চেয়ারম্যান। মহসিন নাকভি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে। আমি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বোর্ড সভাতেও একই কথা বলেছি। দ্বিমুখী নীতি রাখা যায় না। যেখানে একটি দেশ যখন খুশি যেকোনো সিদ্ধান্ত নিতে পারে, অথচ অন্য দেশের ক্ষেত্রে ঠিক উল্টো আচরণ করা হয়।’
তিনি আরও বলেন, ‘এই কারণেই আমরা বলছি, বাংলাদেশের সঙ্গে অবিচার করা হচ্ছে এবং যেকোনো পরিস্থিতিতেই তাদের বিশ্বকাপে খেলতে দেওয়া উচিত। তারা ক্রিকেটের অন্যতম প্রধান অংশীদার। এই অন্যায় কোনোভাবেই হওয়া উচিত নয়।’
এ সময় সাংবাদিকরা জানতে চান, বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্ত বহাল থাকলে পাকিস্তান কি টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করবে? জবাবে মহসিন নাকভি বলেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পাকিস্তান সরকার। ‘আমরা প্রধানমন্ত্রীর ফিরে আসার অপেক্ষা করছি। তিনি দেশে ফিরলেই সিদ্ধান্ত নেওয়া হবে,’ বলেন পিসিবি চেয়ারম্যান।
পরে সম্ভাব্য বিকল্প পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে নাকভি বলেন, ‘আগে সিদ্ধান্তটা আসতে দিন। আমাদের কাছে প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, এমনকি প্ল্যান ডিও আছে।’
উল্লেখ্য, বাংলাদেশের বিশ্বকাপ ইস্যুতে গত বুধবার (২১ জানুয়ারি) জরুরি বোর্ড সভা ডাকে আইসিসি। ইএসপিএনক্রিকইনফোর তথ্যমতে, ওই সভায় ভোটাভুটিতে ১৪-২ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। ফলে ভারতে গিয়ে খেলার কোনো বিকল্প নেই বলে জানানো হয়।
এদিকে আইসিসির সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে বাংলাদেশ আইসিসির ডিসপিউট রেজোলিউশন কমিটি (ডিআরসি)-তে চিঠি দিলেও তা খারিজ করা হয়। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) প্রতিবেদনে বলা হয়, আইসিসির নিয়মের ১.৩ ধারা অনুযায়ী ডিআরসির কাছে এমন সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার এখতিয়ার নেই।
পরবর্তীতে ক্রিকবাজ জানায়, শনিবার সকালে আইসিসির প্রধান নির্বাহী সঞ্জোগ গুপ্তা স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডকে চিঠি দিয়ে বিশ্বকাপে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন। একই সঙ্গে আইসিসির সব বোর্ড সদস্যকেও চিঠি পাঠানো হয়। সেখানে উল্লেখ করা হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসির সিদ্ধান্ত মানতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশের পরিবর্তে অন্য দেশকে আমন্ত্রণ জানানো ছাড়া আইসিসির আর কোনো পথ খোলা নেই।



