Logo
Logo
×

খেলা

বাংলাদেশের সমস্যার সমাধানে আইসিসি সভায় ভোটাভুটি

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ০৬:৫৫ পিএম

বাংলাদেশের সমস্যার সমাধানে আইসিসি সভায় ভোটাভুটি

ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি। সবকিছু ঠিক থাকলে ৭ ফেব্রুয়ারি শুরু হবে ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটের টুর্নামেন্ট। আসর শুরুর সময় ঘনিয়ে এলেও বাংলাদেশ দলের ভেন্যু নিয়ে জটিলতা এখনও কাটেনি।

বাংলাদেশ দলের ব্যাপারে সিদ্ধান্ত নিতে আজ ভার্চুয়াল সভা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রতিনিধিত্ব করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম।

সভায় ছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসীন নাকভি, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিত সাইকিয়া সহ অন্যান্য বোর্ডের প্রতিনিধিরাও।

আইসিসির প্রতিনিধিত্ব করছেন সংস্থাটির প্রধান নির্বাহী, হেড অব ইভেন্টস ও লিগ্যাল অফিসার।

আইসিসির বোর্ডসভায় বাংলাদেশের সমস্যার সমাধানে ভোটাভুটি হয়েছে। ভোটে বাংলাদেশের জায়গায় টি-টোয়েন্টি বিশ্বকাপে বিকল্প দল নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

তবে সেটি কার্যকরের আগে বিসিবিকে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে। এ জন্য একদিন সময় দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ খবর দিয়েছে ক্রিকইনফো।

প্রসঙ্গাত, নিরাপত্তা শঙ্কায় ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চায় না বাংলাদেশ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন