Logo
Logo
×

খেলা

বিরাট কোহলির আরও একটি সেঞ্চুরি

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ০৯:৩৭ পিএম

বিরাট কোহলির আরও একটি সেঞ্চুরি

ছবি : সংগৃহীত

আরও একটি সেঞ্চুরি হাঁকালেন বিরাট কোহলি। কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ১০০টি সেঞ্চুরির মাইলফলক ছুঁতে আর কত বাকি? 

টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির তিন ফরম্যাটে ইতোমধ্যে ৮৫টি সেঞ্চুরি করেছেন কোহলি। ১০০টি সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করতে হলে তাকে আরও ১৫টি সেঞ্চুরি করতে হবে।

কোহলি ইতোমধ্যে টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ফর্মে থাকা সত্ত্বেও সমালোচনা এড়াতে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন কোহলি।

ক্রিকেট বিশ্লেষকরা মনে করেন; টেস্ট ক্রিকেট থেকে এত তাড়াতাড়ি কোহলির অবসর নেওয়া ঠিক হয়নি। যদি টেস্ট আর ওয়ানডে আরও কিছু দিন খেলতেন; তাহলে তার জন্য ১০০টি সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করা সহজ হতো।

এখন শুধু মাত্র ওয়ানডে খেলে শততম সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করা বিরাট কোহলির জন্য কঠিন হয়ে গেলো। 

রোববার ভারতের ইন্দোরের হলকার স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ খেলায় দলের ব্যাটিং বিপর্যয়ে হাল ধরেন কোহলি।

এদিন তিনি ৯১ বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন।

সিরিজের প্রথম ওয়ানডেতে মাত্র ৭ রানের জন্য সেঞ্চুরির দেখা পাননি। আজ সেই আক্ষেপ ঘুচালেন।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন