নোয়াখালীর পর বিদায় ঘণ্টা বাজল ঢাকা ক্যাপিটালসের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ০৬:২৭ পিএম
একদিন আগেই বিপিএলের এবারের আসরের প্রথম দল হিসেবে বিদায় নেয় নোয়াখালী এক্সপ্রেস। শনিবার (১৭ জানুয়ারি) তাদের পথে হাঁটলো ঢাকা ক্যাপিটালসও। দলটিকে হারিয়ে প্লে-অফে খেলার টিকিট নিশ্চিত করেছে রংপুর রাইডার্স।
ডেভিড মালান ও তাওহিদ হৃদয়ের জোড়া ফিফটিতে এদিন বড় সংগ্রহ করে রংপুর রাইডার্স। বড় লক্ষ্য তাড়ায় ভালোই লড়াই করে ঢাকা ক্যাপিটালস। বিশেষ করে মোহাম্মদ সাইফউদ্দিন দুর্দান্ত ব্যাটিং করেন। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। তার ৩০ বলে অপরাজিত ৫৮ রানের ঝড়ো ইনিংস কেবলই হারের ব্যাবধান কমিয়েছে। অন্যদিকে, ১১ রানের জয়ে ১০ পয়েন্ট নিয়ে প্লে অফ নিশ্চিত করেছে রংপুর। আর ৯ ম্যাচ থেকে মাত্র ৪ পয়েন্ট পাওয়ায় প্লে অফের দৌড় থেকেই ছিটকে গেছে ঢাকা।
শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮১ রান করে রংপুর রাইডার্স। জবাবে খেলতে নেমে ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৭০ রানের বেশি করতে পারেনি ঢাকা। লক্ষ্য তাড়ায় শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে মোহাম্মদ মিঠুনের দল।
শুরুতেই ডাক মেরে প্যাভিলিয়নের পথ ধরেন আবদুল্লাহ আল মামুন। আরেক ওপেনার উসমান খান ভালো শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি। ১৮ বলে ৩১ রান করে সাজঘরে ফিরেন তিনি। এরপর তিনে নামা সাইফ ছক্কা দিয়ে ইনিংস শুরু করলেও ক্রিজে বেশিক্ষণ থিতু হতে পারেননি। ৬ বলে ১২ রান করেন এই টপ অর্ডার ব্যাটার। এরপর সাব্বির রহমান-শামিম হোসেনরা দ্রুত ফিরে যান। তবে মোহাম্মদ মিঠুন ২৯ বলে করেছেন ২৫ রান। তবে শেষদিকে একাই লড়াই করেছেন সাইফউদ্দিন। তিন চার ও পাঁচ ছক্কায় ৩০ বলে করেছেন অপরাজিত ৫৮ রান। তাকে সঙ্গ দেওয়ার চেষ্টা করেন ইমাদ ওয়াসিম। তবে ২০ রানের বেশি করতে পারেননি তিনি। ফলে ১৭০ রানেই থেমে যায় তাদের ইনিংস।
এর আগে ব্যাট করতে নেমে রংপুর প্রথম পাওয়ার প্লে-তে ৫০ রান তোলে। পরবর্তী ৫ ওভারে কিছুটা দ্রুতগতিতে রান তুলেছেন দলের দুই ওপেনার মালান আর হৃদয়। দুজনের উদ্বোধনী জুটিতেই আসে ১২৬ রানের বড় সংগ্রহ। মালান ৪৯ বলে ৮ চার ও ৪ ছক্কায় ৭৮ রান করতেই বোল্ড হন তাসকিন আহমেদের বলে। অন্যদিকে, ৪৬ বলে ৫ চার ও ৪ ছক্কায় হৃদয় খেলেন ৬২ রানের ঝলমলে ইনিংস। তাকে ফিরিয়ে বিপিএলে নিজের প্রথম উইকেট শিকার করলেন তরুণ পেসার মারুফ মৃধা।
এছাড়া কাইল মায়ার্সের ব্যাট থেকে আসে ১৬ বলে ২৪ রান। সাইফউদ্দিনের করা শেষ ওভারে পরপর দুই বলে আউট হয়েছেন মায়ার্স ও অধিনায়ক লিটন দাস। ফলে ১৮১ রান পর্যন্ত পৌঁছাতে পারে রংপুর। ঢাকার পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নেন সাইফউদ্দিন। এ ছাড়া তাসকিন নিয়ন্ত্রিত বোলিংয়ের পাশাপাশি ১টি এবং সমান ১টি উইকেট নেন মারুফ মৃধা। সর্বোচ্চ রান করে এদিন ম্যাচসেরার পুরস্কারটা নিজের করে নেন রংপুর রাইডার্সের ডেভিড মালান।



