দুপুর ১টায় সংবাদ সম্মেলন, শেরাটনে জড়ো হচ্ছে ৬ দলের ক্রিকেটাররা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ১২:২৮ পিএম
বাংলাদেশ ক্রিকেটে চলমান অচলাবস্থার মধ্যে আজ রাজধানীর শেরাটন হোটেলে জড়ো হচ্ছেন বিপিএলে খেলা বাংলাদেশের ক্রিকেটাররা। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) জানিয়েছে, দুপুর ১টায় সেখানে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
ক্রিকেটারদের দেওয়া আলটিমেটামের পরও বাংলাদেশ ক্রিকেট বোর্ড-এর পরিচালক পদ থেকে পদত্যাগ করেননি এম নাজমুল ইসলাম। এ অবস্থায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের নির্ধারিত ম্যাচে অংশ না নিয়ে প্রেস কনফারেন্স ডাকার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটারদের সংগঠনটি।
সম্প্রতি তামিম ইকবালকে ঘিরে করা একটি মন্তব্যে তীব্র সমালোচনার মুখে পড়েন নাজমুল ইসলাম। এরপর ক্রিকেটারদের বেতন ও ক্ষতিপূরণ সংক্রান্ত মন্তব্য নতুন করে বিতর্ক উসকে দেয়। বিশ্বকাপে অংশ না নিলে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি যে ভাষা ব্যবহার করেন, সেটিকে ক্রিকেটাররা অবমাননাকর বলে মনে করছেন।
ওই মন্তব্যের পরপরই কোয়াব প্রতিবাদ জানায় এবং স্পষ্ট করে জানিয়ে দেয়—বিপিএলের ম্যাচ শুরুর আগে নাজমুল ইসলাম পদত্যাগ না করলে ক্রিকেটাররা মাঠে নামবেন না। পরিস্থিতি সামাল দিতে বুধবার গভীর রাত পর্যন্ত ক্রিকেটারদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন বিসিবির কয়েকজন পরিচালক। তবে সেই আলোচনায় কোনো সমাধান আসেনি; ক্রিকেটাররা তাদের অবস্থানে অটল থাকেন।
সাধারণত ম্যাচ শুরুর অন্তত দুই ঘণ্টা আগে দলগুলোর মাঠে উপস্থিত থাকার কথা। আজ দুপুর ১টায় নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের ম্যাচ থাকলেও দুপুর সাড়ে ১১টা পর্যন্ত কোনো দলই শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পৌঁছায়নি।
এর বদলে ক্রিকেটাররা একত্র হচ্ছেন রাজধানীর শেরাটন ঢাকায়। সেখানে আগে একটি অভ্যন্তরীণ বৈঠক হবে। এরপর দুপুর ১টায় শেরাটনের একটি হলে সংবাদ সম্মেলনে নিজেদের পরবর্তী অবস্থান ও কর্মসূচি তুলে ধরবে কোয়াব।
সব মিলিয়ে, মাঠের বাইরের এই উত্তেজনা আজকের বিপিএল সূচি ও সামগ্রিক টুর্নামেন্ট নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে।



