ছবি : সংগৃহীত
২০২২ সালের বিশ্বকাপ ফাইনালে পুরস্কার বিতরণী মঞ্চে লিওনেল মেসি গোল্ডেন বল হাতে নিয়ে নামার সময় চোখ পড়েছিল তার জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফির দিকে। মুহূর্তের আবেগে তিনি বিশ্বকাপ ট্রফিতে চুমু এঁকে দেন। সেই ঐতিহাসিক ট্রফিই আজ এসেছে বাংলাদেশে।
বুধবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রফিটি নিয়ে আসেন সাবেক বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার গিলবার্তো সিলভা। ফিফা ওয়ার্ল্ড কাপ ট্রফি ট্যুরের অংশ হিসেবে ঢাকায় এসেছে এই ট্রফি।
বাংলাদেশে ট্রফির আগমন নতুন নয়। এর আগে ২০০২, ২০১৩ ও ২০২২ সালে এটি এখানে প্রদর্শিত হয়েছিল। চলতি ট্যুরটি শুরু হয়েছে ৩ জানুয়ারি সৌদি আরব থেকে। প্রায় ১৫০ দিন ধরে বিশ্বের বিভিন্ন দেশে ঘুরবে ট্রফিটি। ৩০ দেশের ৭৫টি ভেন্যুতে প্রদর্শনের পর যাত্রা শেষ হবে মেক্সিকোতে, যেখানে আগামী ১২ জুন বিশ্বকাপ শুরু হবে।
নিখাদ সোনা দিয়ে তৈরি ট্রফিটির ওজন ৬.১৭৫ কেজি। বিশ্বকাপ জয়ী দল উদযাপনের সময় এটি হাতে পেলেও স্থায়ীভাবে রাখতে পারে না। তাদেরকে সোনায় প্রলেপ দেওয়া একটি রেপ্লিকা ট্রফি দেওয়া হয়।
২০২২ সালের ট্রফি ট্যুরে প্রদর্শনীতে ব্যাপক জনসমাগম হয়েছিল। তবে এবার সুযোগ সীমিত করা হয়েছে। কোকা-কোলার ‘আন্ডার দ্য ক্যাপ’ ক্যাম্পেইনের মাধ্যমে নির্বাচিত বিজয়ীরাই ট্রফি দেখার ও ছবি তোলার সুযোগ পাবেন। এজন্য টিকিটের বৈধ কপি ও কোকা-কোলার বোতলের ক্যাপ সঙ্গে রাখতে হবে।
আজ দুপুর ১টায় প্রদর্শনী শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলবে। এরপরই বাংলাদেশ ছাড়বে বিশ্বকাপ ট্রফি।



