Logo
Logo
×

খেলা

১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা নেদারল্যান্ডসের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ১১:২৩ এএম

১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা নেদারল্যান্ডসের

আসন্ন আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নেদারল্যান্ডসের ক্রিকেট বোর্ড কেএনসিবি। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে ডাচদের নেতৃত্বে থাকছেন উইকেটকিপার–ব্যাটার স্কট এডওয়ার্ডস। 

নেদারল্যান্ডসের ঘোষিত দলে রয়েছেন বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার, যাদের অধিকাংশই এর আগে এক বা একাধিক টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়েছেন।

২০ দলের এই বিশ্বকাপে নেদারল্যান্ডস তাদের যাত্রা শুরু শুরু করবে ২০০৯ সালের চ্যাম্পিয়ন পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। উদ্বোধনী এই ম্যাচটি ৭ ফেব্রুয়ারি কলম্বোতে অনুষ্ঠিত হবে। এরপর ১০ ফেব্রুয়ারি নামিবিয়া এবং ১৩ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে ডাচরা।

গ্রুপ পর্বে নেদারল্যান্ডসের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৮ ফেব্রুয়ারি, যেখানে প্রতিপক্ষ সহ–আয়োজক ও বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ম্যাচটি হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। তথ্য জিও সুপারের।

দল ঘোষণার পর নেদারল্যান্ডসের নির্বাচক রায়ান কুক দলটির ওপর আস্থা প্রকাশ করে জানান, এশিয়ান কন্ডিশনে খেলার অভিজ্ঞতা তাদের এগিয়ে যেতে সহায়ক হবে।

নেদারল্যান্ডসের টি–টোয়েন্টি বিশ্বকাপ দল

কলিন অ্যাকারম্যান, নোয়া ক্রোস, বাস দে লিডে, আরিয়ান দুত্ত, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটকিপার), ফ্রেড ক্লাসেন, কাইল ক্লেইন, মাইকেল লেভিট, জ্যাক লায়ন-ক্যাশেট, ম্যাক্স ও’ডাউড, লোগান ভ্যান বিক, টিম ভ্যান ডার গুগটেন, রুলফ ভ্যান ডার মার্ভে, পল ভ্যান মিকেরেন ও সাকিব জুলফিকার।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন