টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের পরিবর্তে শ্রীলঙ্কা দাবি, সিদ্ধান্তে অনড় বিসিবি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ০১:২৮ পিএম
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ভেন্যুতে দল পাঠানোর বিষয়ে অনড়। সংস্থাটি নিরাপত্তা বিষয়কে সামনে রেখে ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের দাবি জানিয়েছিল। তবে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) এই আবেদন মঞ্জুর করার সম্ভাবনা কম, ফলে বিকল্প ভেন্যু হিসেবে ভারতের অন্য শহর—চেন্নাই বা তিরুবনন্তপুরম—বিবেচনা করা হচ্ছে।
এনডিটিভি জানায়, গ্রুপপর্বে বাংলাদেশ দলের তিনটি ম্যাচ কলকাতার ইডেন গার্ডেনস স্টেডিয়ামে এবং একটি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হওয়ার কথা। নিরাপত্তার কারণে বিসিবি দু’বার আইসিসিকে চিঠি দিয়েছে ম্যাচ সরানোর জন্য। এই চিঠির পর আইসিসি ও ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে, বাংলাদেশ ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজন সম্ভব হচ্ছে না।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, ভারতের অন্য ভেন্যু তো ভারতেই হবে। আমরা সরকারের সঙ্গে পরামর্শ করে আমাদের অবস্থান নিয়েছি এবং এখনো সেই অবস্থানই রয়েছে।



