Logo
Logo
×

খেলা

আইসিসি-বিসিসিআই বৈঠক আজ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ১২:৫২ পিএম

আইসিসি-বিসিসিআই বৈঠক আজ

টি২০ বিশ্বকাপ খেলতে ভারত না যাওয়ার ব্যাপারে অনড় অবস্থানে বাংলাদেশ। এরই মধ্যে নিজেদের অবস্থান জানিয়ে আইসিসিকে দ্বিতীয় দফা চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (১০ জানুয়ারি) সিলেটে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, দ্বিতীয় চিঠির উত্তর এখনও পাননি তারা। তবে অচিরেই পাবেন বলে প্রত্যাশা তাঁর। সে সঙ্গে বাংলাদেশ বিশ্বকাপে ভালো খেলবে বলেও দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন বিসিবি সভাপতি।

আমিনুল ইসলামের এই সংবাদ সম্মেলনের আগে আগেই ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বাংলাদেশের বিশ্বকাপ খেলা প্রসঙ্গে একটি সংবাদ প্রকাশ করে। সেখানে বলা হয়, সমস্যার গ্রহণযোগ্য সমাধান খুঁজতে আজ রোববার আসন্ন টি২০ বিশ্বকাপের আয়োজক ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে বৈঠকে বসবেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। প্রতিবেদনে এটাও বলা হচ্ছে, এই সমস্যার সমাধান বের করা জয় শাহর জন্য সহজ হবে বলে মনে হচ্ছে না। 

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, আইসিসিকে দেওয়া প্রথম চিঠিতে বাংলাদেশ জানিয়েছিল, তারা ভারতে খেলবে না। দ্বিতীয় চিঠিতে বিসিবি জানিয়েছে, বাংলাদেশ এখন আর শুধু নিরাপত্তা নিয়ে আশ্বস্ত হতে চাইছে না। এর সঙ্গে জড়িয়ে গেছে দেশের মর্যাদার প্রশ্ন। তাই জয় শাহর জন্য ব্যাপারটার সমাধান বের করা কঠিন হয়ে গেছে। সে যত কঠিনই হোক, বিশ্বকাপের সমীকরণ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার সুযোগ নেই বলেও জানানো হয়েছে প্রতিবেদনে। তাই ভারতীয় ক্রিকেটের দাপুটে কর্তা হিসেবে নয়, বরং আইসিসির নিরপেক্ষ প্রশাসকের ভূমিকা নিবেন জয় শাহ। 

গতকাল সংবাদ সম্মেলনে আইসিসির উত্তর প্রসঙ্গে আমিনুল ইসলাম বলেন, ‘আমরা এখনও কোনো সাড়া পাইনি। আমরা ওটা (মেইল) পাঠিয়েছি, যতগুলো লিংক দরকার বা অ্যাটাচমেন্ট বা ইনফরমেশন দেওয়ার, আমরা সব দিয়ে দিয়েছি। আমরা অপেক্ষা করছি আইসিসি আমাদের কী জানায়।’ 

দ্রুত উত্তর আসবে বলেও প্রত্যাশা তাঁর, ‘সহজ অঙ্ক হিসাব করলে, আজ ও কাল (শনি ও রোববার) দুবাই বন্ধ। তাই সোম-মঙ্গলের দিকে হয়তো... তারা অনেক পেশাদার প্রতিষ্ঠান। তাই লাইনের বাইরে সাধারণত কথাবার্তা কেউ বলে না।’

তবে আইসিসি এরই মধ্যে বিসিবির নিরাপত্তা বিভাগের সঙ্গে যোগাযোগ করেছে বলেও জানিয়েছেন আমিনুল। গুঞ্জন রয়েছে, কলকাতা ও মুম্বাইয়ে হতে যাওয়া বাংলাদেশের ম্যাচগুলো ভারতের অন্য কোনো ভেন্যুতে সরিয়ে নেওয়া হতে পারে। এ বিষয়টা নাকচ করে দিয়েছেন আমিনুল, ‘ভারতের অন্য ভেন্যু তো ভারতই। ভেন্যু বলে তো কোনো কথা নেই। তবে আপনারা জানেন যে আমরা এই বিশ্বকাপের ব্যাপারে একক কোনো সিদ্ধান্ত নিচ্ছি না। আমরা সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব এবং আমরা যে অবস্থানে ছিলাম, সেখানেই আছি।’

এই অনিশ্চয়তার মধ্যেও আমিনুলের দৃঢ়বিশ্বাস, বাংলাদেশ আসন্ন টি২০ বিশ্বকাপ খেলবে। আইসিসি সমস্যাটা অনুধাবন করে একটা গ্রহণযোগ্য সমাধান বের করবে বলেও মনে করছেন তিনি। আর বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের প্রস্তুতিও থেমে নেই। এ প্রসঙ্গে আমিনুল ইসলাম বলেন, ‘সব থেকে বড় প্রস্তুতি যেটা, সেটা হচ্ছে দল নির্বাচন। সে কাজটা হয়ে গেছে।’ 

তিনি আরও যোগ করেন, ‘আমি বিশ্বাস করি, বাংলাদেশ বিশ্ব ক্রিকেটের একটা বড় দল। ১০ বছর ধরে ভালো ক্রিকেট খেলছে। আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে খেলেছি, ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলেছি, ইংল্যান্ডে অনুষ্ঠিত ২০১৯ বিশ্বকাপে আমরা দারুণ খেলেছি। এই বিশ্বকাপেও বাংলাদেশ ভালো খেলবে। সবকিছু মিলিয়ে বাংলাদেশ অবশ্যই বড় দল।’ 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন