Logo
Logo
×

খেলা

চমক রেখে শক্তিশালী দল ঘোষণা ভারতের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ১২:৩৮ পিএম

চমক রেখে শক্তিশালী দল ঘোষণা ভারতের

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে ভারত। দলে ফিরেছেন শুভমান গিল ও শ্রেয়াস আইয়ার। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত দলকে নেতৃত্ব দেবেন গিল। তার ডেপুটি হিসেবে থাকছেন আইয়ার।

শর্তসাপেক্ষে আইয়ারকে দলে রেখেছে ভারত। ফিটনেস পরীক্ষায় পাস করলেই একাদশে সুযোগ পাবেন তিনি। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) মেডিকেল টিমের রিপোর্টের ভিত্তিতে দলে রাখা হয়েছে আইয়ারকে।

গত অক্টোবরে অস্ট্রেলিয়া সফরে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ক্যাচ নিতে গিয়ে পাঁজরে চোট পেয়েছিলেন আইয়ার। রক্তক্ষরণ হওয়ায় হাসপাতালে বেশ কিছুদিন ভর্তিও ছিলেন তিনি। সুস্থ হয়ে মাঠে ফেরার অপেক্ষায় আছেন আইয়ার।

গেল মাসে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টেস্টে ঘাড়ের ইনজুরিতে পড়েন গিল। এরপর প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি তিনি। তার জায়গায় ওয়ানডে সিরিজে ভারতীয় দলের নেতৃত্ব দেন লোকেশ রাহুল। সিরিজটি ২-১ ব্যবধানে জিতে নেয় স্বাগতিক ভারত।

টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা বিবেচনা করে নিউজিল্যান্ড সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে জসপ্রিত বুমরাহ এবং হার্দিক পাণ্ডিয়াকে। আগামী ১১ জানুয়ারি থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে ভারত ও নিউজিল্যান্ড।

ভারত ওয়ানডে দল: শুভমান গিল (অধিনায়ক), শ্রেয়াস আইয়ার (সহ-অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, মোহাম্মদ সিরাজ, হার্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণা, কুলদীপ যাদব, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), নীতিশ কুমার রেড্ডি, অর্শদীপ সিং এবং যশস্বী জয়সওয়াল।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন