BETA VERSION বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
Logo
ইউনিকোড কনভার্টার
Logo
  • হোম
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • চাকরি
  • মিডিয়া

সব বিভাগ ভিডিও আর্কাইভ ইউনিকোড কনভার্টার
Logo

প্রিন্ট: ৩১ জুলাই ২০২৫, ০৩:৪৮ পিএম

Swapno

খেলা

বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজ ২০২৪

জয়সওয়ালের প্রতিরোধ, ভারতের একশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৭ পিএম

জয়সওয়ালের প্রতিরোধ, ভারতের একশ

ছবি : সংগৃহীত

হাসান মাহমুদের আঘাতে একপান্তে সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে প্রতিরোধ গড়ে তুলেছেন জয়সওয়াল। তার ব্যাটে চড়ে দলীয় রান একশ পার করেছে ভারত।

ইতোমধ্যে হাসান মাহমুদের বোলিং তোপে চার উইকেট হারিয়েছে ভারত। একে একে বিদায় নিয়েছেন রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি ও ঋষভ পন্ত।

জয়সওয়াল এগিয়ে যাচ্ছেন ফিফটির দিকে। ৯০ বলে ৪৭ রান করে অপরাজিত আছেন এই তরুণ। তার ইনিংসে ৭টি চারের মার মেরেছেন। 

হাসানের চতুর্থ শিকার পন্ত

আগের বলেই কাট করে মেরেছিলেন দারুণ এক চার। কিন্তু পরের বলেই একই শট খেলতে গিয়ে পরাস্ত হন ঋষভ পন্ত। হাসান মাহমুদের চতুর্থ শিকার হলেন এই উইকেটকিপার ব্যাটার।

২৬তম ওভারে হাসানের অফ স্টাম্পের বাইরের বলে কাট করতে খানিক দেরী করে ফেলেন পান্ত। বল ব্যাট ছুঁয়ে জমা হয় উইকেটকিপার লিটনের গ্লাভসে। ভাঙে তার সঙ্গে জয়সওয়ালের জুটি।

আউটের আগে ৩৯ রান করেন পান্ত। ক্রিজে নতুন ব্যাটার লোকেশ রাহুল।

হাসানের তোপে প্রথম সেশন বাংলাদেশের

চেন্নাই টেস্টে প্রথম দিনের প্রথম সেশন নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে ভারতের টপ অর্ডারের তিন উইকেট তুলে নিয়েছেন পেসার হাসান মাহমুদ। তার তোপেই প্রথম সেশন শেষে সুবিধাজনক অবস্থানে আছে বাংলাদেশ।

প্রথম সেশনে ২৩ ওভারে ৩ উইকেটে ৮৮ রান তুলেছে ভারত। ক্রিজে অপরাজিত জশস্বী জয়সওয়াল ও ঋষভ পন্ত। এ দুজন চাপ থেকে বেরিয়ে এসে পাল্টা আক্রমণ শুরু করেছেন। চতুর্থ উইকেটে দুজন অবিচ্ছিন্ন ৫৪ রানের জুটি গড়েছেন।

২৯ ওভারে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ৮৮ রান। জয়সওয়াল ৬২ বলে ৩৭ ও পান্ত ৪৪ বলে ৩৩ রানে অপরাজিত।

সাদমানের ক্যাচ মিস, বেঁচে গেলেন পন্ত

প্রথম সেশনের শেষ সময়ে আরও একটু উইকেট পেতে পারতো বাংলাদেশ। তবে বিরাট মিস করেন সাদমান ইসলাম। ২২তম ওভারে তাসকিনের ক্রস সিম ডেলিভারিটি ঋষভ পন্তের ব্যাটের কানা ছুঁয়ে স্লিপে দাঁড়ানো সাদমান ইসলামের হাতের পাশ দিয়ে বেরিয়ে যায়। সাদমানের রিফ্লেক্সে দেরি হওয়ায় উইকেট বঞ্চিত হতে হয় তাসকিনকে।

বাংলাদেশের আক্রমণ সামলে জয়সওয়াল-পন্তের প্রতিরোধ

ভারতের টপ অর্ডারের তিন উইকেট তুলে নিলেও ওপেনিংয়ে নামা জশস্বী জয়সওয়ালকে এখনো তুলে নিতে পারেনি বাংলাদেশ। একপ্রান্তে ব্যাট হাতে প্রতিরোধ গড়ে তুলেছেন জয়সওয়াল। তাকে সঙ্গ দিচ্ছেন ঋষভ পন্ত। দুজন মিলে আক্রমণাত্মক ব্যাটিং করে যাচ্ছেন।

জয়সওয়াল ৩৬ ও পন্ত ২৭ রানে অপরাজিত আছেন। ভারতের সংগ্রহ ২১ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮১ রান।

আক্রমণে নাহিদ রানা

এই সিরিজে সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন নাহিদ রানা। গতি দিয়ে পাকিস্তান মাত করে দেওয়া নাহিদ ভারতের বিপক্ষে কেমন করেন সেটা দেখতে দর্শকদের অপেক্ষা করতে হয়েছে ১১তম ওভার পর্যন্ত।

এই ওভারে তাকে বোলিংয়ে নিয়ে এসেছেন অধিনায়ক নাজমুল। প্রথম ওভারেই গতি ও বাউন্সে যথারীতি ব্যাটসম্যানদের আটকে রাখলেন নাহিদ।

এবার কোহলিকেও ফেরালেন হাসান

গিলের উইকেটের ধাক্কা কাটতে না কাটতেই বিরাট কোহলির উইকেট হারালো ভারত। উইকেট এসেই আক্রমণাত্মক খেলার ইঙ্গিত দিয়েছিলেন কোহলি। কিন্তু পেরে উঠলেন না হাসানের গতির সঙ্গে।

গুড লেংথ, একদম মাপা লাইন, কোহলি চেয়েছিলেন ড্রাইভ খেলতে। কিন্তু ব্যাটে-বলে ঠিক হলো না। অতিরিক্ত আক্রমণাত্মকের মাশুল গুনতে হলো লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে। 

৬ বলে ৬ রান করেন ভারতীয় তারকা ব্যাটার। উইকেট জয়সওয়ালের সঙ্গী ঋষভ পন্ত। ভারতের সংগ্রহ ১১ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৬ রান।

হাসানের জোড়া আঘাত, রোহিতের পর শুভমানের বিদায়

নিজের আগের ওভারেই রোহিত শর্মাকে ফিরিয়ে উজ্জিবীত ছিলেন হাসান মাহমুদ। পরের ওভারে এসে সেতাই কাজে লাগালেন বাংলাদেশী পেসার। ফিরিয়ে দিলেন ওয়ানডাউনে খেলতে নামা শুভমান গিলকে।

হাসানের ইয়র্কার লেংথের বলটা লেগ সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছিলো। ব্যাট চালিয়ে দিলেন গিলও। বল ব্যাটের এক কোনা চুমো খেয়ে জমা হলো লিটন দাসের গ্লাভসে। আঙ্গুল তুলে দিলেন আম্পায়ারও। উল্লাসে মেতে উঠলো বাংলাদেশ।

৮ বল খেলে রানের খাতাই খুলতে পারেননি গিল। ক্রিজে নতুন ব্যাটার কোহলি।

রোহিতকে বিদায় করলেন হাসান

এর আগে একবার আম্পায়ার্স কলের বদৌলতে বেঁচে গিয়েছিলেন রোহিত শর্মা। কিন্তু তাকে বেশিক্ষণ টিকতে দিলেন না হাসান মাহমুদ। ষষ্ঠ ওভারের শুরুতেই আক্রমণে এসে ভারত অধিনায়ককে ফিরিয়েছেন এই পেসার।

হাসানের গুড লেংথের বলটা হালকা সুইং করে বেরিয়ে যাচ্ছিলো। সেই বলে ব্যাট পেতে দিলেন রোহিত। ব্যস, বল রোহিতের ব্যাট চুমো খেয়ে চলে গেল স্লিপের দিকে। মাটি ছুঁইছুঁই বলটা দারুণ ক্ষিপ্রতায় তালুবন্দি করলেন শান্ত।

১৯ বল খেলে ১ চারের মারে ৬ রান করেছেন রোহিত। ক্রিজে নতুন ব্যাটার শুভমান গিল।

চেন্নাইয়ে ফিরলো ৪২ বছর আগে স্মৃতি

চেন্নাইয়ে টস জিতে সবশেষ কোনো দল বোলিং করেছিল ৪২ বছর আগে। ১৯৮২ সালে ভারতের বিপক্ষে সেই টেস্টে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক কিথ ফ্লেচার। ম্যাচটি ড্র হয়েছিল।

৪২ বছর পর ফ্লেচারকে ফিরিয়ে আনলেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আজ চেন্নাইয়ে প্রথম টেস্টে টস জিতে একই সিদ্ধান্ত নিলেন নাজমুল। এই মাঠে ২১ ম্যাচ পর কোনো দল টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলো।

তিন পেসার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

চেন্নাইয়ের উইকেট কেমন হবে সেই বিষয়ে ধারণা ছিল দোলাচলে। তবে টসের দিন সকালে উইকেট দেখে তিন পেসার নিয়ে খেলার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

চিদাম্বরম স্টেডিয়ামের উইকেট লাল মাটির, একটু ঘাসও আছে। আবহাওয়া একটু মেঘাচ্ছন্ন। তবে সকাল ১০টার পর আবহাওয়া এমন নাও থাকতে পারে।

দীনেশ কার্তিক থেকে সবাই বলছেন, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে উইকেটে টার্ন আর বাউন্স পাওয়া যাবে, কিন্তু বাংলাদেশ তিন পেসারেই গেল। পাকিস্তানের বিপক্ষে লাস্ট টেস্টের দলটাই খেলছে।

বাংলাদেশ একাদশ: জাকির হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন (অধিনায়ক), মুমিনুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও হাসান মাহমুদ।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সোয়াল, শুবমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, ঋষভ পন্ত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, আকাশ দীপ, যশপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজ।

টস

ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের আমন্ত্রণে আগে ব্যাট করবে ভারত।

রেকর্ডের সামনে মুশফিক, মিরাজ, তাইজুল

আর মাত্র ৯ রান করলেই বাংলাদেশের পক্ষে তিন ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ রানের মালিক হয়ে যাবেন মুশফিকুর রহিম। বর্তমানে এই তালিকায় শীর্ষে আছেন তামিম ইকবাল। তার রান ১৫ হাজার ১৯২। মুশফিকুর রহিমের বর্তমান রান ১৫ হাজার ১৮৪।

টেস্টে বাংলাদেশের অন্যতম সেরা স্পিনার তাইজুল ইসলাম। এই ফরম্যাটে দুইশ উইকেট আছে একমাত্র সাকিব আল হাসানের।  সাকিবের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে ২০০ উইকেটের মালিক হতে স্পিনার তাইজুল ইসলামের দরকার আর ৫ উইকেট। ভারতের বিপক্ষে সেটাও হয়ে যেতে পারে।

ভারতের বিপক্ষে মেহেদি হাসান মিরাজের সামনেও উঁকি দিচ্ছে একটি রেকর্ড।  সাকিব আল হাসান (৭০৮), মাশরাফি বিন মর্তুজা (৩৮৯) ও মোস্তাফিজুর রহমানের পরে চতুর্থ বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৩০০ উইকেট পেতে মেহেদী হাসান মিরাজের প্রয়োজন আর ৭ উইকেট।  

নতুন মাইলফলকের হাতছানি

টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে এখন পর্যন্ত একমাত্র ভারতকেই হারাতে পারেনি বাংলাদেশ। দুই ম্যাচের সিরিজে একটি টেস্ট জিতলেই টেস্ট খেলুড়ে ১০ দলের বিপক্ষে জেতা হবে বাংলাদেশের। 

সিরিজ জিততে আত্মবিশ্বাসী বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে সাফল্যের পর ভারতেও ভালো করতে মুখিয়ে বাংলাদেশ। দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলতে রোববার ভারতে উড়াল দিয়েছে জাতীয় ক্রিকেট দল। বড় প্রত্যাশা নিয়ে এবার ভারত সফরের পথে নাজমুল হোসেন শান্তর দল।

ভারতের বিপক্ষে কখনো টেস্ট জিতেনি বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষেও একই রেকর্ড ছিল। কিন্তু তাদেরকে তাদের মাটিতেই হোয়াইটওয়াশ করায় প্রবল আত্মবিশ্বাসী লাল-সবুজের প্রতিনিধিরা। পারফরম্যান্সের সেই ধারাবাহিকতা ধরে রেখে রোহিত, কোহলিদের বিপক্ষেও ভালো করতে মুখিয়ে বাংলাদেশ। দেশ ছাড়ার আগে নিজেদের প্রত্যাশা, পরিকল্পনার কথা শুনিয়েছেন বাংলাদেশের অধিনায়ক।

বাংলাদেশ-ভারত সিরিজ ভারতীয় ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট টেস্ট ক্রিকেট

এ সম্পর্কিত আরো খবর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সব খবর

সব খবর

আরো পড়ুন

Logo

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: jugerchinta24@gmail.com

আমাদের কথা যোগাযোগ শর্তাবলি ও নীতিমালা গোপনীয়তা নীতি বিজ্ঞাপন মূল্য তালিকা

অনুসরণ করুন

২০২৫ যুগের চিন্তা ২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

ঠিকানা: ২১/বি (৫ম তলা), গার্ডেন রোড, পশ্চিম তেজতুরীবাজার, তেজগাঁও, ঢাকা-১২১৫ | যোগাযোগ: +৮৮০১৩৩৯৪০৯৮৩৯, +৮৮০১৩৩৯৪০৯৮৪০ | ই-মেইল: jugerchinta24@gmail.com