Logo
Logo
×

খেলা

নৌকাডুবিতে প্রাণ গেলো ভ্যালেন্সিয়া কোচ ও তার তিন সন্তানের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ১২:০১ পিএম

নৌকাডুবিতে প্রাণ গেলো ভ্যালেন্সিয়া কোচ ও তার তিন সন্তানের

ইন্দোনেশিয়ায় নৌকাডুবির ঘটনায় মারা গেছেন স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়ার একজন কোচ। ওই ঘটনায় পরিবারের তিন সদস্যেরও মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভ্যালেন্সিয়া।

ভ্যালেন্সিয়া এক বিবৃতিতে জানায় প্রাণ হারানো কোচের নাম ফার্নান্দো মার্টিন। তিনি মূলত নারী ‘বি’ দলের কোচ ছিলেন, ‘স্থানীয় কর্তৃপক্ষের নিশ্চিত তথ্য অনুযায়ী, ইন্দোনেশিয়ায় ঘটে যাওয়া মর্মান্তিক নৌকাডুবির ঘটনায় ভ্যালেন্সিয়া সিএফ ফেমেনিনো বি দলের কোচ ফার্নান্দো মার্টিন এবং তার তিন সন্তানের মৃত্যুর খবরে আমরা গভীরভাবে শোকাহত।’

ইন্দোনেশিয়া ও স্পেনের কর্তৃপক্ষ শনিবার জানায়, শুক্রবার চরম বৈরী আবহাওয়ার মধ্যে ১১ জন আরোহী নিয়ে একটি নৌকা ডুবে যাওয়ার পর মার্টিন এবং তার তিন সন্তান নিখোঁজ হন। ঘটনাটি ঘটে জনপ্রিয় পর্যটন এলাকা লাবুয়ান বাজোর কাছে পাদার দ্বীপ প্রণালিতে। তারা আরও জানান, মার্টিনের স্ত্রী ও এক কন্যা, পাশাপাশি চারজন ক্রু এবং এক ট্যুর গাইডকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং সবাই নিরাপদ আছেন।

ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধার সংস্থার (এসএআর) স্থানীয় মিশন সমন্বয়কারী ফাতুর রহমান রয়টার্সকে জানিয়েছেন, নিখোঁজদের উদ্ধারে অভিযান তখনও চলছিল।

ভ্যালেন্সিয়া কোচের মৃত্যুতে রিয়াল মাদ্রিদ ৪৪ বছর বয়সী মার্টিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছে। তিনি স্পেনের দ্বিতীয় স্তরের ফুটবলে সাবেক খেলোয়াড় ছিলেন এবং চলতি বছর ভ্যালেন্সিয়া নারী দলের ‘বি’ স্কোয়াডের কোচ হিসেবে নিয়োগ পান।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন