নোয়াখালীর কোচের দায়িত্ব ছাড়ার ইঙ্গিত খালেদ মাহমুদের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ০৩:২৩ পিএম
বিপিএল শুরুর আগের দিন সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরের দিকে নোয়াখালী এক্সপ্রেসের টিম বাস স্টেডিয়ামে পৌঁছালেও দলের প্রধান কোচ খালেদ মাহমুদ হঠাৎ করেই মাঠ ত্যাগ করেন।
খেলোয়াড়েরা যখন অনুশীলনের প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নোয়াখালীর প্রধান কোচ খালেদ মাহমুদকে স্টেডিয়াম চত্বর ছেড়ে হাঁটতে দেখা যায়। বিষয়টি নজরে আসতেই তাকে ঘিরে ধরেন উপস্থিত সাংবাদিকরা। কোথায় যাচ্ছেন—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, আর মাঠে থাকছেন না।
প্রথমে এ বিষয়ে কথা বলতে অনিচ্ছা প্রকাশ করলেও পরে খালেদ মাহমুদ জানান, দলের লজিস্টিক ব্যবস্থাপনা নিয়ে তিনি চরম অসন্তুষ্ট। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এই পরিস্থিতিতে বিপিএলে কাজ চালিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব নয়। এমনকি স্পষ্ট ভাষায় জানান, নোয়াখালী এক্সপ্রেসের কোচ হিসেবে আর দায়িত্ব পালন করতে চান না।
এ সময় দলের কয়েকজন কর্মকর্তা তাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করলেও তাতে কোনো ফল হয়নি। শেষ পর্যন্ত সহকারী কোচ তালহা জুবায়েরকে সঙ্গে নিয়ে একটি সিএনজিযোগে স্টেডিয়াম ত্যাগ করেন খালেদ মাহমুদ।
নোয়াখালীর ভবিষ্যৎ কোচিং পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে খালেদ মাহমুদ সংক্ষেপে বলেন, বিকল্প কোচের অভাব নেই—দল চাইলে অন্য কাউকে দায়িত্ব দিতে পারে।
উল্লেখ্য, বিপিএলের আগের আসরগুলোতেও একাধিক দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ। তবে চলতি আসরে তার এমন হঠাৎ সিদ্ধান্ত নোয়াখালী এক্সপ্রেসের প্রস্তুতিতে বড় ধাক্কা হয়ে দেখা দিয়েছে।



