Logo
Logo
×

খেলা

চট্টগ্রাম রয়্যালসের দায়িত্ব নিল বিসিবি, সরে দাঁড়াল মালিকপক্ষ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ০১:১৭ পিএম

চট্টগ্রাম রয়্যালসের দায়িত্ব নিল বিসিবি, সরে দাঁড়াল মালিকপক্ষ

চট্টগ্রাম রয়্যালসের মালিকপক্ষ দল পরিচালনার দায়িত্ব থেকে নিজেদের সরিয়ে নেওয়ার আবেদন করায় ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার বিসিবি সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিসিবির পরিচালক এবং বিপিএল গভর্নিং বডির সদস্যসচিব ইফতেখার রহমান মিঠু দ্য ডেইলি স্টারকে জানান, আধা ঘণ্টা আগে আমরা একটি চিঠি পেয়েছি। সেখানে তারা উল্লেখ করেছে, সংবাদমাধ্যমে নেতিবাচক প্রচারণার কারণে তারা স্পন্সর জোগাড় করতে ব্যর্থ হয়েছে। সে কারণেই তারা দল পরিচালনা থেকে সরে দাঁড়াচ্ছে।

তিনি আরও বলেন, আমরা ইতোমধ্যে ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছি। এখন পরবর্তী করণীয়গুলো সম্পন্ন করার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের জন্য ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ট্রায়াঙ্গেল সার্ভিসেস লিমিটেড ফ্র্যাঞ্চাইজি স্বত্ব পাওয়ার পর থেকেই চট্টগ্রাম রয়্যালসকে ঘিরে নানা প্রশ্ন ও জল্পনা তৈরি হয়। যদিও অংশগ্রহণ ফি হিসেবে নির্ধারিত দুই কোটি টাকা তারা সময়মতো পরিশোধ করেছিল, তবে ১০ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি দিতে একাধিকবার সময় চেয়েছিল প্রতিষ্ঠানটি।

পরবর্তীতে গত ৯ ডিসেম্বর বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, চট্টগ্রাম রয়্যালস তাদের ফ্র্যাঞ্চাইজি ফি সম্পূর্ণ পরিশোধ করেছে এবং নির্ধারিত ব্যাংক গ্যারান্টির অর্থ অনুমোদিত আর্থিক দলিলের মাধ্যমে জমা দিয়েছে।

তবে মাঠের প্রস্তুতিতে চট্টগ্রাম রয়্যালস ছিল বেশ পিছিয়ে। আগামীকাল নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে উদ্বোধনী ম্যাচ থাকলেও এখন পর্যন্ত তারা কোনো বিদেশি খেলোয়াড় বাংলাদেশে আনতে পারেনি। একাধিকবার পরিবর্তন করা হয়েছে কোচিং প্যানেলও। টুর্নামেন্ট শুরুর আগমুহূর্তে অনেক বিদেশি খেলোয়াড় দল থেকে নাম প্রত্যাহার করে নেন।

এছাড়া বিপিএলের নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট শুরুর আগে খেলোয়াড়দের মোট পারিশ্রমিকের ২৫ শতাংশ পরিশোধ করার বাধ্যবাধকতা থাকলেও চট্টগ্রাম রয়্যালস সেটিও সম্পন্ন করতে পারেনি। এই বাস্তবতায় টুর্নামেন্টের স্বার্থে ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নেওয়া ছাড়া বিসিবির আর কোনো বিকল্প ছিল না।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন