Logo
Logo
×

খেলা

পাকিস্তানের কাছে লজ্জাজনক হার, দলের কাছে ব্যাখ্যা চায় বিসিসিআই

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১১:৪০ এএম

পাকিস্তানের কাছে লজ্জাজনক হার, দলের কাছে ব্যাখ্যা চায় বিসিসিআই

দুবাইয়ের আলো ঝলমলে মঞ্চে ট্রফি জয়ের স্বপ্ন নিয়ে নেমেছিল ভারত অনূর্ধ্ব-১৯ দল। টুর্নামেন্টজুড়ে অপরাজেয় যাত্রা, আত্মবিশ্বাসে টইটম্বুর একটি স্কোয়াড—সবকিছুই ছিল ভারতের পক্ষে। কিন্তু ফাইনালের দিনই যেন ভেঙে পড়ে সেই প্রস্তুতির ভিত্তি। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে ১৯১ রানের বিশাল ব্যবধানে হার শুধু শিরোপা হাতছাড়া করেনি, প্রশ্ন তুলে দিয়েছে ভারতের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও।

এই পরাজয়কে হালকাভাবে নিতে রাজি নয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে ভরাডুবির পর জাতীয় জুনিয়র দলের পারফরম্যান্স নিয়ে আনুষ্ঠানিক পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

ক্রিকবাজ-এর প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার অনুষ্ঠিত বিসিসিআইয়ের অনলাইন এপেক্স কাউন্সিল সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সদস্যরা পুরো টুর্নামেন্টে ভারতের পারফরম্যান্স বিশ্লেষণ করেন এবং ফাইনালের ব্যর্থতাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন।

ভারতের বিপক্ষে ফাইনালে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেটে ৩৪৭ রান তোলে পাকিস্তান। জবাবে ভারত গুটিয়ে যায় মাত্র ১৫৬ রানে। ম্যাচে কোনো পর্যায়েই প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেনি আয়ুষ মাথরে নেতৃত্বাধীন দল।

এই ব্যর্থতার পর টিম ম্যানেজার সলিল দাতারের কাছ থেকে একটি লিখিত প্রতিবেদন চাওয়া হবে, যা নিয়মিত প্রক্রিয়ার অংশ। তবে এখানেই থামছে না বিসিসিআই। বোর্ড সরাসরি আলোচনায় বসতে চায় প্রধান কোচ হৃষিকেশ কানিটকার এবং অধিনায়ক আয়ুষ মাথরের সঙ্গে—যা স্বাভাবিক পর্যালোচনার চেয়ে অনেক বেশি কড়া বার্তা বহন করে।

এখনো স্পষ্ট নয়, ফাইনালে মাঠের ভেতরে ঘটে যাওয়া শৃঙ্খলাজনিত ঘটনাগুলোও এই পর্যালোচনার আওতায় আসবে কি না। ম্যাচ চলাকালে পাকিস্তানের পেসার আলী রাজার সঙ্গে বৈভব সূর্যবংশী ও অধিনায়ক আয়ুষ মাথরের বাগ্‌বিতণ্ডার দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে। বিশেষ করে ১৪ বছর বয়সী সূর্যবংশীর আচরণ নিয়ে তৈরি হয়েছে আলাদা আলোচনা।

ফাইনালের একদিন পর পাকিস্তান দলের মেন্টর সরফরাজ আহমেদ প্রকাশ্যে ভারতীয় দলের আচরণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন, যা বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে।

এই পর্যালোচনার গুরুত্ব আরও বেড়ে গেছে সামনে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থাকায়। এখনো ভারতের স্কোয়াড ঘোষণা হয়নি, তবে বোর্ড চায় বড় মঞ্চের আগে দুর্বলতাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানে যেতে।

এশিয়া কাপের ফাইনালে পাওয়া এই ধাক্কা শুধু একটি ম্যাচের হার নয়—ভারতীয় জুনিয়র ক্রিকেটের প্রস্তুতি, মানসিকতা ও শৃঙ্খলা নিয়ে নতুন করে ভাবার বার্তা দিয়ে গেল বিসিসিআইকে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন