Logo
Logo
×

খেলা

বিপিএলের টিকিট বিক্রি শুরু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ১২:২৮ পিএম

বিপিএলের টিকিট বিক্রি শুরু

দরজায় কড়া নাড়ছে বিপিএলের দ্বাদশ আসর। আগামী ২৬ ডিসেম্বর মাঠে গড়াবে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। জমজমাট এই আসরকে সামনে রেখে আজ (২১ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে টিকিট বিক্রি। বিকেল ৪টা থেকে বিপিএলের সিলেট পর্বের টিকিট বিক্রি শুরু হবে। তবে এবার আর লাইনে দাঁড়িয়ে টিকিট কিনতে হবে না সমর্থকদের। বিসিবি জানিয়েছে, সব টিকিট মিলবে কেবল অনলাইনে।

বিপিএলের লিগ পর্বে প্রতিদিন একই মাঠে হবে দুটি করে ম্যাচ। দুটি ম্যাচই দেখা যাবে এক টিকিটে। আর প্রতিটি টিকিট কেনা যাবে সর্বনিম্ন ২০০ টাকায়। সর্বনিম্ন থেকে সর্বোচ্চ—সব ধরনের টিকিটের দাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের ম্যাচের টিকিট কোনো বুথে সরাসরি বিক্রি করা হবে না। দর্শক www.gobcbticket.com.bd ওয়েবসাইটের মাধ্যমে টিকিট কিনতে পারবেন।

এবার দর্শকদের সাধ্যের কথা বিবেচনা করে টিকিটের দামও রাখা হয়েছে নাগালের মধ্যে। সর্বনিম্ন ২০০ টাকা খরচ করলেই স্টেডিয়ামে বসে উপভোগ করা যাবে এক দিনের দুটি ম্যাচ। সিলেট স্টেডিয়ামের শহীদ তুরাব স্ট্যান্ড ও গ্রিন গ্যালারির টিকিটের দাম ধরা হয়েছে ২০০ টাকা। এ ছাড়া শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ২৫০ টাকা, ক্লাব হাউস আপার জোন ৫০০ টাকা এবং জিরো ওয়েস্ট জোনের টিকিট মিলবে ৬০০ টাকায়। গ্র্যান্ড স্ট্যান্ডের (আপার ও লোয়ার ওয়েস্ট-ইস্ট জোন) টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা।

উল্লেখ্য, সিলেট পর্বে খেলা হবে ২৬ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত। মাঝে ২৮ ও ৩১ ডিসেম্বর কোনো ম্যাচ নেই। বিপিএলের প্রথম দিনে উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। একই দিন সন্ধ্যায় খেলবে নোয়াখালী এক্সপ্রেস-চট্টগ্রাম রয়্যালস।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন