ইন্টারন্যাশনাল লিগ টি–টোয়েন্টিতে শারজা ওয়ারিয়র্সের বিপক্ষে দুবাই ক্যাপিটালসের সবশেষ ম্যাচে দেখা গেছে দুই বাংলাদেশি পেসারের মুখোমুখি লড়াই। একদিকে মোস্তাফিজুর রহমান, অন্যদিকে তাসকিন আহমেদ। এই দ্বৈরথে শেষ হাসি হেসেছেন কাটার মাস্টার মোস্তাফিজ। শারজাকে ৬৩ রানে হারিয়েছে দুবাই, আর জয়ের দিনে টুর্নামেন্টের সেরা বোলারদের তালিকায়ও জায়গা করে নিয়েছেন তিনি।
মরুর দেশের এই ফ্র্যাঞ্চাইজি লিগে ধারাবাহিকভাবে নিয়ন্ত্রিত বোলিং করে যাচ্ছেন মোস্তাফিজ। গত ৬ ডিসেম্বর গালফ জায়ান্টসের বিপক্ষে ম্যাচ দিয়ে আইএলটি–টোয়েন্টিতে অভিষেক হয় তার। দুবাই ক্যাপিটালসের হয়ে কেবল ১৩ ডিসেম্বর আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচেই কিছুটা খরুচে ছিলেন তিনি। বাকি পাঁচ ম্যাচে ছিলেন যথেষ্ট হিসেবি ও কার্যকর।
টুর্নামেন্টে প্রথম ছয় ম্যাচে মোস্তাফিজের ঝুলিতে উঠেছে ১১ উইকেট। ৮.১৯ ইকোনমি রেটে তিনি দিয়েছেন মোট ১৭২ রান, যার সুবাদে সেরা বোলারদের তালিকায় বর্তমানে তৃতীয় স্থানে আছেন এই বাঁহাতি পেসার। তালিকার শীর্ষে রয়েছেন তারই সতীর্থ আফগান স্পিনার ওয়াকার সালামখিল। সাত ম্যাচে ৭.৪৯ ইকোনমিতে তার উইকেট সংখ্যা ১৫। সমান ১১ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন খুজাইমা তানভীর, যিনি খেলেছেন সাত ম্যাচ।
শারজার বিপক্ষে জয়ের ম্যাচেও বল হাতে অবদান রেখেছেন মোস্তাফিজ। দুই ওভার বল করে মাত্র ১৩ রান খরচায় দুই ব্যাটারকে ফিরিয়ে দেন সাতক্ষীরার এই পেসার, যা দলের বড় জয়ের ভিত গড়ে দেয়।



